এবার পুলিশের বিরুদ্ধে পালটা এফআইআর করার এবং আদালতে মামলা ঠোকার হুঁশিয়ারি দিলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (পিকে)। সোমবার বিহারের পটনায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে পুলিশের উদ্দেশে পিকে বলেন, কিছু পুলিশ আধিকারিক আসলে হিরোগিরি দেখানোর চেষ্টা করছেন!
তারপরই সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, 'আমি আপনাদের বলে দিলাম, আমরা পুলিশের বিরুদ্ধে এফআইআর করব। আমরা কোর্টে যাব।'
উল্লেখ্য, 'অনুমতি না নিয়েই' পটনার গান্ধী ময়দানে বিরাট জমায়েত করা, মানুষকে উস্কানি দেওয়া এবং আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে প্রশান্ত কিশোর-সহ প্রায় ৬০০-৭০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ।
প্রসঙ্গত, ৭০তম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে রবিবার পটনার গান্ধী ময়দানে বিক্ষোভ দেখান জন সুরজ প্রধান প্রশান্ত কিশোর এবং বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) প্রার্থীরা।
কিন্তু, পুলিশের বক্তব্য হল - গান্ধী মূর্তির সামনে ছাত্রদের নিয়ে জমায়েত করার কোনও অনুমতি দেওয়া হয়নি জন সুরাজ পার্টিকে। তা সত্ত্বেও তারা জমায়েত করে। ফলে প্রবল ভিড়ে সমস্য়া সৃষ্টি হয়।
একটা সময় এই জমায়েতের জেরেই জনতা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, যাঁরা এই জমায়েতে অংশ নিয়েছিলেন, তাঁরা পুলিশের লাগানো লাউডস্পিকার ভেঙে দেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা শান্ত হননি বলেও অভিযোগ করেছে পুলিশ। তাদের আরও দাবি, উন্মত্ত জনতাকে হটাতেই জলকামান ও বল প্রয়োগ করা হয়েছে।
যদিও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের উপর লাঠিচার্জ করেছে এবং জলকামান ছুড়েছে। এর প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, যখন গান্ধী ময়দানে এত কাণ্ড ঘটছে তখন প্রশান্ত কিশোর কোথায় ছিলেন? তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগও সংবাদমাধ্যমের সামনে তোলা হয়েছিল।
সোমবার এই বিতর্কেরই জবাব দেন পিকে। দাবি করেন, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি মোটেও। আসলে তিনি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরই সেখানে উপস্থিত ছাত্রদের উপর জলকামান ছোড়া হয় ও লাঠিচার্জ করা হয়।
প্রশান্তের আরও বক্তব্য, গান্ধী ময়দানে জমায়েত হলেও তার জন্য যান চলাচল মোটেও ব্যাহত হয়নি। কোনও সরকারি সম্পত্তি নষ্ট করা হয়নি।
তাছাড়াও প্রশান্ত মনে করেন, সেখানে যত পরিমাণ লোক ছিল, পুলিশ চাইলে তাদের শান্তভাবেই সেখান থেকে বের করে দিতে পারত। কিন্তু, পুলিশ সেই চেষ্টা করেনি বলে অভিযোগ করেন তিনি। স্পষ্ট বুঝিয়ে দেন, পুলিশের অকারণেই বেধড়ক লাঠিচার্জ করেছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর হুঁশিয়ারি, আইনি পথেই এই অন্য়ায়ের প্রতিবাদে লড়াই করবেন তাঁরা। যে পুলিশকর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করবেন তাঁরা। একইসঙ্গে, এই ইস্যুতে আদালতে মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন পিকে।