বাংলা নিউজ > ঘরে বাইরে > মমতার পরে এবার প্রশান্ত কিশোরের উপদেশে আস্থা কেজরির

মমতার পরে এবার প্রশান্ত কিশোরের উপদেশে আস্থা কেজরির

প্রশান্ত কিশোরের উপর আস্থা রাখলেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি বিধানসভা নির্বাচনে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিসোরের সাহায্য নিল আম আদমি পার্টি। শনিবার টুই করে সেই তথ্য জানালেন স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল।

রাজনৈতিক কৌশল নির্ধারক হিসেবে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা সুপ্রতিষ্ঠিত। এবার দিল্লি বিধানসভা নির্বাচনে তাঁর উপরেই ভরসা রাখছেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার টুইট করে কেজরিওয়াল বিধানসভা নির্বাচন কৌশল ঠিক করতে প্রশান্ত কিশোরের সংস্থাকে নিয়োগের কথা জনিয়েছেন। কেজরি টুইট করেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সঙ্গে কাজ করতে আসছে ইন্ডিয়ান পিএসি সংস্থা।’



জবাবে প্রশান্তের সংস্থার তরফেও টুইট করা হয়, ‘পঞ্জাব বিধানসভা নির্বাচনের পরে এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আপনাদেরই স্বীকৃতি দিয়েছিলাম আমরা। এখন সেই বাহিনীতে যোগ দিয়ে আমরাও খুশি।’

সংযুক্ত জনতা দলের সহ-সভাপতি প্রশান্ত কিশোর পেশাগত ভাবে রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তথা বিজেপির সাফল্যের পিছনে তাঁর অবদানের কথা মেনেছিল রাজনৈতিক মহল। ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ-কংগ্রেস জোটের সাফল্যের পিছনেও কাজ করেছিল তাঁর কৌশল।

আবার ২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমরিন্দর সিংয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠনের মূল কান্ডারি হিসেবে প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা পিএসির অবদান স্বীকৃতি পায়। যদিও ওই বছরেই উত্তরপ্রদেশে তাঁর সাহায্য নিয়েও সুবিধা করে উঠতে পারেনি কংগ্রেস।

চলতি বছরে অন্ধ্রপ্রেদশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির নেতৃত্বে ওয়াইএসআর কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের পিছনেও সেই র্শান্ত কিশোরেরই হাত দেখা গিয়েছে। শোনা গিয়েছে এ বছর মহারাষ্ট্রে শিব সেনার সাফল্যও তাঁরি মস্তিষ্কপ্রসূত। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার আহ্বানে তৃণমূল কংগ্রেসের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন কিশোর।

উল্লেখ্য, ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসন জিতে ক্ষমতায় আসীন হয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সিংহাসন ধরে রাখতে এবার প্রশান্ত কিশোরের পরামর্শে আস্থা রাখছে বহু সমস্যাদীর্ণ আপ।

ঘরে বাইরে খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.