মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৮টি সশস্ত্র প্রিডেটর MQ 9A ড্রোন কিনতে চাইছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এদিকে এরই মাঝে শীঘ্রই ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থা NTRO সীমান্ত নজরদারির জন্য মাঝারি উচ্চতা দীর্ঘ সহনশীলতা (MALE) ড্রোন হাতে পেতে চলেছে। জানা গিয়েছে আটটি MALE ড্রোন হাতে পাবে ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর কাছে ইতিমধ্যেই দুটি জেনারেল অ্যাটমিকস-তৈরি সি গার্ডিয়ান MQ 9B ড্রোন রয়েছে। তবে সীমান্ত সুরক্ষিত রাখতে MQ 9A ড্রোনও নিজেদের অস্ত্রাগারে চাইছে সশস্ত্র বাহিনী। জানা গিয়েছে, প্রতিটি বাহিনী ছ'টি করে MQ 9A ড্রোন হাতে পেতে পারে।
এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় নৌবাহিনী প্রাথমিক ভাবে ৩০টি প্রিডেটর ড্রোন কেনার দাবি জানিয়েছিল। তবে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেয় যে ১৮টি ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে কথা চালাবে ভারত। তিন বাহিনীর প্রধানদের কমিটিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে মোদী সরকারের সামনে এই প্রস্তাব উপস্থাপন করা হবে। ভারতের দৃষ্টিকোণ থেকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রয়োজনে এই ড্রোন সিস্টেমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর উপস্থিতিতেই ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো এবং সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সম্মানে সেই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই নৈশভোজেই উপস্থিত ছিলেন জেনারেল অ্যাটমিক্সের চেয়ারম্যান নিল ব্লু, জেনারেল অ্যাটমিক্সের সিইও ডক্টর বিবেক লাল এবং অন্যান্য শীর্ষ সংস্থার বেশ কয়েকজন সিইও। সেই নৈশভোজের পরই আমেরিকার তরফে ভারতের সঙ্গে অত্যুধিনক প্রযুক্তিগত অংশীদারিত্বের ঘোষণা করা হয়েছিল। এই আবহে আমেরিকা থেকে এই প্রিডেটর ড্রোন পাওয়া নিয়ে আশাবাদী ভারত। জানা গিয়েছে, অজিত ডোভাল এই চুক্তির বিষয়ে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সাথে আলোচনা করেছেন। এদিকে ভারত যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তিটি চূড়ান্ত করতে চায়। কারণ এই ড্রোন সিস্টেমের সাহায্যে ভারত কেবল প্রকৃত নিয়ন্ত্রণ রেখাই নয়, ভারত মহাসাগরেও নজরদারি চালাতে পারবে।