ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যপথে আজ জাতীয় পতাকা উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট সুবিয়ান্তো এবং রাষ্ট্রপতি মুর্মু বাগি-তে করে আসেন। এছাড়াও আজ দিল্লিতে কুচকাওয়াজ দেখার জন্যে আমন্ত্রিত সমাজের বিভিন্নস্তরের ১০ হাজার অতিথি। ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্য আজকের কুচকাওয়াজে অংশ নেন। এছাড়া ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও ছিল কুচকাওয়াজে। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ছাত্র খুন: পরীক্ষা দিতে না গিয়ে দাদার মুখাগ্নি ছোট ভাই অনীকের)
আরও পড়ুন: এই তো ইউনুসের সরকার চালানোর নমুনা, প্রতি মাসে গড়ে ৩১৩ জন খুন বাংলাদেশে
আরও পড়ুন: পদ্মবিভূষণ পাচ্ছেন 'তিন তালাক' বাতিল করা প্রাক্তন CJI জাস্টিস জগদীশ সিং কেহার
আজ দিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিক ভাবে নিচের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে সেনা সর্বাধিনায়ক তথা রাষ্ট্রপতি মুর্মু এবং অতিথি হয়ে আসা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে 'প্রেসিডেন্ট গার্ড অফ অনার' দিয়ে সম্মান জানানো হয়। এরপর রাইসিনা হিল থেকে কর্তব্যপথে আসেন তাঁরা। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি মুর্মু। সেই সময় জাতীয় সঙ্গীত বেজে ওঠে। ২১ তোপে সম্মান জানানো হয়। আকাশপথে এমআই-১৭ হেলিকপ্টারে ভারতীয় জাতীয় পতাকা বহন করে নিয়ে যায়। শুরু হয় কুচকাওয়াজ। (আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার ম-বাবাকে 'ষড়যন্ত্রকারীদের মুখপাত্র' আখ্যা কুণাল ঘোষের)
আরও পড়ুন: গত একমাসে গ্রেফতার ৪০ 'শরিফুল', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা মহারাষ্ট্রে
আরও পড়ুন: আরজি করে নির্যাতিতার দেহে আঘাতের চিহ্ন নিয়ে ধোঁয়াশা, প্রশ্ন জিন্সে রক্ত নিয়ে
দিল্লির রাজপথের কুচকাওয়াজে পিনাকা রকেট সিস্টেম থেকে শুরু করে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শিত হয়। এছাড়া কুচকাওয়াজে প্রদর্শিত হয় ব্রহ্মস মিসাইল। নাগ মিসাইল সিস্টেমও দিল্লি রাজপথ ধরে এগিয়ে যায় কুচকাওয়াজে। এরই সঙ্গে প্রদর্শিত হয় 'প্রলয়'। কর্তব্যপথে শক্তি প্রদর্শন করে সেনার টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টও। ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্টও কুচকাওয়াজে অংশ নেয় আজ। (আরও পড়ুন: এবার দূর হবে দুশ্চিন্তা, সরকারি কর্মীদের জন্যে চুপিসারে জারি হল নয়া বিজ্ঞপ্তি)
এদিকে এবার দিল্লির কুচকাওয়াজে ছিল মোট ৩১টি ট্যাবলো। থিম ‘স্বর্ণিম ভারত: বিকাশ অউর ভিরাসত’। এই প্রথমবার ভারতীয় সেনার তিন বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো থাকছে অনুষ্ঠানে। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলার ট্যাবলোও এবার রাজপথ ধরে এগিয়ে যাবে।
আরও পড়ুন: 'আওয়ামি লিগ যদি দিল্লির কোলে বসে…', নির্বাচনে হাসিনার দলে 'না' ইউনুসের উপদেষ্টার
এদিকে আজ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী পোস্ট করে লিখেছিলেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’