বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতীয় মত্স্যজীবীদের নৌকো ফেরানোর আশ্বাস গোতায়াবার

ভারতীয় মত্স্যজীবীদের নৌকো ফেরানোর আশ্বাস গোতায়াবার

শুক্রবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শ্রীলহ্কার প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপক্ষের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি য়ৌজন্যে পিটিআই। (PTI)

বন্দি ভারতীয় মত্স্যজীবীদের সমস্ত নৌকোকে মুক্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে শুক্রবার এই ঘোষণা করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপক্ষ।

এ দিন সাংবাদিকদের তিনি জানান, ‘সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আবহে। দুই দেশের নিরাপত্তার স্বার্থে পারস্পরিক সহায়তার বিষয়টি প্রাধান্য পেয়েছে।’

প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘মত্স্যজীবীদের প্রসঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের হেফাজতে থাকা ভারতের নৌকোগুলি ছেড়ে দেওয়ার বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে নিয়মিত শ্রীলঙ্কার নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েন ভারতীয় মত্স্যজীবীরা।

এ দিন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মত্স্যজীবীদের জীবন যাপন নিয়েও আমাদের কথা হয়েছে। এই বিষয়ে মানবিক ও গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কলম্বো ও নয়াদিল্লি।’

প্রেসিডেন্ট রাজাপক্ষ বলেন, ‘শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থার ক্ষমতাবৃদ্ধির স্বার্থে ৫ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা একাধিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।’

প্রেসিডেন্ট রাজাপক্ষকে নির্বাচনে তাঁর সাম্প্রতিক জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জযলাভের জন্য প্রেসিডেন্ট গোতায়াবাকে আন্তরিক অভিনন্দন জানাই। সুষ্ঠু ও সফল নির্বাচন প্রক্রিয়ার জন্য শ্রীলঙ্কাবাসীকে অভিনন্দন জানাই। দায়িত্ব গ্রহণের পরে প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেওয়ার জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

বন্ধ করুন