বাংলা নিউজ > ঘরে বাইরে > Diwali greetings: আলোর উৎসবে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Diwali greetings: আলোর উৎসবে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছায় নেতৃত্ব দিয়েছেন। দেশের উদ্দেশে বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘সারা দেশের মানুষকে জ্ঞানের প্রদীপ ব্যবহার করে অভাবগ্রস্তদের জীবন আলোকিত করার চেষ্টা করা উচিত।’

আজ আলোর উৎসব দীপাবলি। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। বাড়িতে বাড়িতে সেজে উঠেছে প্রদীপ। অন্ধকারকে দূরে ঠেলে দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি। এই উপলক্ষ্যে সকাল থেকেই শুরু হয়েছে শুভেচ্ছা বার্তা বিনিময়। এই বিশেষ দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের বিভিন্ন মন্ত্রীরা।

দিওয়ালি পালন করতে কারগিলে মোদী, প্রথা মেনে জওয়ানদের সঙ্গে মাতবেন আলোর উৎসবে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছায় নেতৃত্ব দিয়েছেন। দেশের উদ্দেশে বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘সারা দেশের মানুষকে জ্ঞানের প্রদীপ ব্যবহার করে অভাবগ্রস্তদের জীবন আলোকিত করার চেষ্টা করা উচিত। আমি দেশের সকল মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’ এদিন সকালেই টুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দীপাবলি উজ্জ্বলতা এবং দীপ্তির সঙ্গে জড়িত। দেশবাসীর জন্য একটি সুন্দর দীপাবলি কামনা করি। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি পরিবার এবং বন্ধুদের সঙ্গে আপনার খুব ভালোভাবে দীপাবলি পালন করুন।

এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন সকালে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব সবার জীবনে সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক। এর পাশাপাশি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইটারের তিনি লিখেছেন, ‘সবাইকে দীপাবলির উষ্ণ শুভেচ্ছা। এই উৎসব আপনার জীবনে আনন্দ, স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে আসুক।’

বন্ধ করুন