বাংলা নিউজ > ঘরে বাইরে > রাষ্ট্রপতি নির্বাচন: মিলে গেল শুভেন্দুর অঙ্ক, বাংলাতেও ক্রশ ভোটিং! কে দিলেন ভোট?

রাষ্ট্রপতি নির্বাচন: মিলে গেল শুভেন্দুর অঙ্ক, বাংলাতেও ক্রশ ভোটিং! কে দিলেন ভোট?

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্য টুইটার)

শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন,আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এনডিএ প্রার্থী ৭০এর উপর ভোট পাবেন। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। তৃণমূল টার্গেটের ভোট ধরে রাখতে পারবেন না। তাঁদের ভোট বাতিল হবে। বা অন্য় কোথাও গিয়ে পড়বে।

অসমের পরে এবার বাংলা থেকেও রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের বিষয়টি সামনে আসছে। ভোটের ফলাফল বের হওয়ার পরে দেখা যাচ্ছে বাংলার বিধানসভা থেকে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ৭১টি ভোট পেয়েছেন। এদিকে ৪জন বিধায়কের ভোট বাতিল হয়েছে। ২২১এর মধ্যে তৃণমূলের ভোট পড়েছে ২১৬টি। এখানেই প্রশ্ন বিজেপির ঘরে কীভাবে ৭০ এর জায়গায় ৭১টি ভোট গেল? কীভাবে একটি ভোট বেশি গেল? কে একটি ভোট বেশি দিলেন? তবে কি তৃণমূলে থেকেও বিজেপির পক্ষে ভোট দিয়েছেন শাসকদলের কোনও বিধায়ক? কে তিনি? সব চেয়ে বড় কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অঙ্কের কথা ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।

এনিয়ে ইতিমধ্যেই বিজেপি শিবিরে খুশির হাওয়া। আর তৃণমূল শিবির নতুন করে অঙ্ক কষা শুরু করেছেন। তবে কি দলে থেকেও কোনও বিধায়ক অন্য় শিবিরের হয়ে ভোট দিয়েছেন? সেই বিধায়ককে কি আদৌ চিহ্নিত করা সম্ভব হবে? 

এদিকে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন,আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এনডিএ প্রার্থী ৭০এর উপর ভোট পাবেন। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। তৃণমূল টার্গেটের ভোট ধরে রাখতে পারবেন না। তাঁদের ভোট বাতিল হবে। বা অন্য় কোথাও গিয়ে পড়বে।

বন্ধ করুন