বাংলা নিউজ > ঘরে বাইরে > রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থী হতে চান না ফারুক আবদুল্লা, মমতার প্রস্তাবে সায় নেই

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থী হতে চান না ফারুক আবদুল্লা, মমতার প্রস্তাবে সায় নেই

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।(HT File Photo) (HT_PRINT)

ফারুক আবদুল্লা জানিয়েছেন, দলের নেতৃত্বের সঙ্গে আমি আলোচনা করেছি। দেশের সর্বোচ্চস্তরে অফিসে আমাকে বসানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে আমি আপ্লুত। তবে আমি মনে করি জম্মু ও কাশ্মীর একটি সংকটপূর্ণ অবস্থার মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই অনিশ্চিত সময়ে আমার প্রচেষ্টা জারি রাখা খুব দরকার।

শরদ পাওয়ারের পর এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। মমতার প্রস্তাবের সঙ্গে একমত হলেন না তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের পরে ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ার আগেই সম্মানের সঙ্গে মমতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এবার ফারুক আবদুল্লাও সেই পথেই হাঁটলেন।

ন্যাশানাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা জানিয়ে দিয়েছেন তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়েই ব্যস্ত রয়েছেন। আমাকে আরও সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে হবে। জম্মু ও কাশ্মীর ও দেশের কল্যানের জন্য আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে আমাকে। আমার নাম প্রস্তাব করার জন্য মমতা দিদির কাছে আমি কৃতজ্ঞ। যে নেতৃত্ব আমাকে সমর্থন করেছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। জানিয়েছেন এনসি চিফ ফারুক আবদুল্লা। 

তিনি জানিয়েছেন, দলের নেতৃত্বের সঙ্গে আমি আলোচনা করেছি। দেশের সর্বোচ্চস্তরে অফিসে আমাকে বসানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে আমি আপ্লুত। তবে আমি মনে করি জম্মু ও কাশ্মীর একটি সংকটপূর্ণ অবস্থার মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই অনিশ্চিত সময়ে আমার প্রচেষ্টা জারি রাখা খুব দরকার।

প্রসঙ্গত সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে জোটের তরফে প্রার্থী ঠিক করা নিয়ে দিল্লিতে মিটিং ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২টি দলকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে ১৭টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.