Presidential Election Result: বিপুল ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন দ্রৌপদী মুর্মু। ৬৪ শতাংশ ভোট পেয়ে দেশের প্রথম আদিবাসী হিসেবে রাষ্ট্রপতি হলেন। আগামী ২৫ জুলাই শপথ নেবেন তিনি।
প্রত্যাশিত ছিল। কোনওরকম চমকও থাকল না। বিপুল ভোটে জিতে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। শুধু তাই নয়, প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতির কুর্সিতে বসতে চলেছেন তিনি। আগামী ২৫ জুলাই শপথগ্রহণ করবেন।
21 Jul 2022, 08:25:28 PM IST
ইতিহাস রচনা, প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত
ইতিহাস রচনা করলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত — বিস্তারিত পড়ুন এখানে
21 Jul 2022, 07:50:57 PM IST
তৃতীয় রাউন্ডেই ‘খেলা’ শেষ যশবন্তের, রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী
তৃতীয় রাউন্ডেই বৈধ ভোটের ৫০ শতাংশর বেশি পেয়ে গেলেন দ্রৌপদী মুর্মু। তার ফলে ভারতের নয়া রাষ্ট্রপতি হচ্ছেন তিনিই। তৃতীয় রাউন্ডে মোট ১,৩৩৩ টি বৈধ ভোট। যে ভোটের মূল্য ১৬৫,৬৬৪। ৮২১ টি ভোট পেয়েছেন এনডিএ পদপ্রার্থী। যশবন্ত পেয়েছেন ৫২১ টি ভোট। কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা এবং পঞ্জাবের ভোটগণনা হয়েছে।
ভোট গণনার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন যে বিকেল পাঁচটা নাগাদ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।
21 Jul 2022, 03:42:47 PM IST
‘ইতিহাস সৃষ্টি করতে চলেছে দেশ’
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘জাতি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ১৫ তম রাষ্ট্রপতি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কারও মনে কোনও সন্দেহ নেই। ওড়িশার অতি সাধারণ ঘর থেকে আসা একটি আদিবাসী পরিবারের মেয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন।’
21 Jul 2022, 03:41:31 PM IST
কোবিন্দের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল বিকাল সাড়ে ৫টায় দিল্লির হোটেল অশোকায় বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করছেন।
21 Jul 2022, 03:31:42 PM IST
৭২.১৯% ভোট পেয়েছেন দ্রৌপদী
দ্রৌপদী মুর্মু যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রথম রাউন্ডে জিতেছেন। এনডিএ মনোনীত প্রার্থী ৭২.১৯% ভোট পেয়েছেন।
21 Jul 2022, 03:08:44 PM IST
এবার শুরু বিধায়কদের ভোট গণনা
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধায়কদের ভোট গণনা শুরু হয়েছে।
21 Jul 2022, 02:50:22 PM IST
এখনও প্রায় ৪ লাখ মূল্যের ভোট পেয়েছেন দ্রৌপদী
এ পর্যন্ত পনেরটি ভোট অবৈধ। মোট বৈধ ভোট ছিল ৭৪৮। যার মূল্য - ৫,২৩,৬০০। রাজ্যসভার মহাসচিব পিসি মোদী জানান, মুর্মু পেয়েছেন ৫৪০ ভোট যার মূল্য ৩ লাখ ৭৮ হাজার। যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮টি ভোট। যার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৬০০।
21 Jul 2022, 02:46:00 PM IST
৫৪০ সাংসদের ভোট পেয়েছেন মুর্মু
রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডের গণনার পর দ্রৌপদী মুর্মু যশবন্ত সিনহার থেকে এগিয়ে। মুর্মু ৫৪০ সাংসদের ভোট পান এবং যশবন্ত সিনহা নির্বাচনে মোট ২০৮ জন সাংসদের ভোট পান।
21 Jul 2022, 02:11:45 PM IST
দ্রৌপদীর স্কুলে বিজয় উদযাপন
পাহাড়পুর গ্রামে দ্রৌপদী মুর্মু পরিচালিত আবাসিক স্কুলে শিশুরা তাঁর সম্ভাব্য বিজয় উদযাপন শুরু করে দিয়েছে।
21 Jul 2022, 01:34:14 PM IST
সংসদভবনের ৬৩ নং ঘর ‘সাইলেন্ট জোন’
১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ ভবনে ভোট গণনা চলছে। সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে ভোট গণনা চলছে এবং ভোট গণনার পরই ফলাফল ঘোষণা করা হবে। ৬৩ নম্বর কক্ষের আশেপাশে স্যানিটাইজ করা হয়েছে এবং এটিকে ‘নীরব অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয়েছে।
21 Jul 2022, 01:32:21 PM IST
নৃত্য শুরু আদিবাসীদের
সাঁওতালি আদিবাসীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য করে রায়রাংপুর শহরে দ্রৌপদী মুর্মুর বাসভবনের বাইরে উদযাপন শুরু করে দিয়েছেন।
21 Jul 2022, 12:50:51 PM IST
‘সিএএ কার্যকর হবে না’
বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা বলেছিলেন যে তিনি নির্বাচিত হলে তিনি নিশ্চিত করবেন যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হবে না।
21 Jul 2022, 12:20:21 PM IST
‘দিল্লি আসবেন দেশের সব উপজাতি নেতারা’
দ্রৌপদী মুর্মু সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমি জানতে পেরেছি যে সমস্ত বিশিষ্ট উপজাতি নেতারা নতুন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে দিল্লিতে আসবেন’
21 Jul 2022, 11:36:34 AM IST
‘দেশের প্রত্যেকে গর্বিত হতে চলেছে’
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে ‘শুধু আদিবাসী নয়, প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পেয়ে গর্ব অনুভব করতে চলেছেন দেশের প্রত্যেকেই।’
21 Jul 2022, 11:02:47 AM IST
ভোট গণনা শুরু
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হল। বিধায়কদের ব্যালট পেপার আগে সাজানো হয় এবং তারপর সাংসদদের। যে ব্যালটে প্রথমে দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে তা তাঁর ট্রেতে রাখা হয় এবং যশবন্ত সিনহার নামের ব্যালট তাঁর ট্রেতে। বাছাই শেষে ভোট গণনা শুরু হয়।
21 Jul 2022, 10:11:07 AM IST
কোন জটিল পদ্ধতিতে গণনা করা হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট?
গত সোমবার সংসদ সদস্য এবং ভারতের সব রাজ্যের বিধায়করা এই ভোটদানে অংশগ্রহণ করেছিলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন গভর্নর দ্রৌপদী মুর্মু এই নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ-র মনোনীত প্রার্থী। আজকে তাঁরই জয়ের সম্ভাবনা বেশি বলে মত বিশ্লেষকদের। তবে কোন জটিল পদ্ধতিতে গণনা করা হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট? বিস্তারিত পড়ুন এখানে
21 Jul 2022, 10:09:56 AM IST
রাষ্ট্রপতি নির্বাচনে UP-র বিধায়কদের ‘দাম’ ২০৮, বাংলার মাত্র ১৫১ কেন?
উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ২০৮, তারপরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্য ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্য সাত, নাগাল্যান্ডে এটি নয় এবং মিজোরামে আট। কিন্তু এমনটা কেন? এখানে পড়ুন বিস্তারিত
21 Jul 2022, 08:27:35 AM IST
২০ হাজার মিষ্টি তৈরি হচ্ছে রায়রাংপুরে
ওড়িশার রায়রাংপুরের বাসিন্দারা ২০ হাজার মিষ্টি তৈরি করে দ্রৌপদী মুর্মুর জয় উদযাপন করতে প্রস্তুত। পাশাপাশি আদিবাসী নৃত্য এবং বিজয় মিছিলেরও পরিকল্পনা করা হয়েছে। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন দ্রৌপদী।
21 Jul 2022, 08:25:25 AM IST
বিভিন্ন রাজ্যে বিজয় মিছিলের পরিকল্পনা
বিজেপির সমস্ত রাজ্য ইউনিটগুলিও বিজয় মিছিলের পরিকল্পনা করেছে। ফলাফল ঘোষণার পরে এই মিছিলগুলি বের হবে।
21 Jul 2022, 08:23:18 AM IST
দিল্লিতে রোডশোর পরিকল্পনা
মুর্মুর জয়ের পরে দিল্লি বিজেপি দলের সদর দফতর থেকে রাজপথে একটি রোডশোর পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে অনেক সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।
21 Jul 2022, 08:22:14 AM IST
ফল প্রকাশ হলেই দ্রৌপদীর সঙ্গে দেকা করবেন মোদী
বর্তমানে তিন মূর্তি মার্গে অস্থায়ী বাসস্থানে আছেন দ্রৌপদী মুর্মু। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সেখানেই তাঁকে অভিনন্দন জানাতে ও কথা বলতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
21 Jul 2022, 08:06:28 AM IST
ভোট গণনার আগে ‘সর্টিং’
বিধায়কদের ব্যালট পেপার আগে সাজানো হবে এবং তারপর সাংসদদের। যে ব্যালটে প্রথমে দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে তা তাঁর ট্রেতে রাখা হবে এবং যশবন্ত সিনহার নামের ব্যালট তাঁর ট্রেতে। বাছাই শেষে ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে।
21 Jul 2022, 08:04:30 AM IST
সংসদ ভবনের ৭৩ নম্বর কক্ষের বাইরে মিডিয়া স্ট্যান্ড
সংসদ ভবনের ৭৩ নম্বর কক্ষের বাইরে মিডিয়া স্ট্যান্ড তৈরি করা হয়েছে। গণনা শুরু হলে ট্রেন্ডগুলি সেখানে জানানো হবে৷
21 Jul 2022, 07:46:12 AM IST
সংসদভবনের স্ট্রং রুমে রাখা ব্যালট বক্সগুলি
সোমবার ভোটগ্রহণ করা হয়েছিল সংসদভবন-সহ দেশের ৩১ টি কেন্দ্রে (বিভিন্ন রাজ্যের বিধানসভায়)। ব্যালট বক্সগুলি বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল মঙ্গলবারের মধ্যে। ব্যালট বক্সগুলি সংসদভবনের স্ট্রং রুমে রাখা আছে।
21 Jul 2022, 07:43:26 AM IST
সকাল ১১টা থেকে শুরু হবে ভোট গণনা
রাজ্যসভার মহাসচিব পিসি মোদী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা তত্ত্বাবধান করবেন। সকাল ১১টা থেকে শুরু হবে ভোট গণনা।
21 Jul 2022, 07:09:46 AM IST
দ্রৌপদীর গ্রামে উৎসবের মেজাজ
ওড়িশায় দ্রৌপদী মুর্মুর গ্রামে উৎসবের মেজাজ। ভূমিকন্যার জয়ের আগাম প্রস্তুতি হিসেবে গ্রামে মিষ্টি তৈরি করা হয়েছে। গ্রাম জুড়ে সাজো সাজো রব।
21 Jul 2022, 07:09:47 AM IST
বিধায়কদের ভোট মূল্য
বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্য একেক রকম হয়। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ২০৮, তারপরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্য ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্য সাত, নাগাল্যান্ডে এটি নয় এবং মিজোরামে আট।
21 Jul 2022, 07:09:47 AM IST
ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়ে থাকে। সব রাজ্যের বিধায়ক, কেন্দ্রশাসিত দিল্লি ও পুদুচেরির বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেন গত ১৮ জুলাই।
21 Jul 2022, 07:09:47 AM IST
২৫ জুলাই শপথগ্রহণ
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি।
21 Jul 2022, 07:09:47 AM IST
যশবন্ত সিনহাকে কারা সমর্থন জানান?
যশবন্ত সিনহাকে সমর্থন করছে কংগ্রেস, শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি), তৃণমূল কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল সমর্থন করছে। মুসলিমিন (এআইএমআইএম), রাষ্ট্রীয় জনতা দল এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টও (এআইইউডিএফ) বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করছে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও (এএপি) ঘোষণা করে যে তারা বিরোধীদের প্রার্থীকে সমর্থন করবে।
21 Jul 2022, 07:09:47 AM IST
দ্রৌপদীকে কোন কোন দল সমর্থন জানিয়েছিল?
মোট ১০ লাখ ৮৬ হাজার ৪৩১ ভোটের মধ্যে ৪৯ শতাংশ ভোট (৫ লাখ ৩২ হাজার ৩৫১) ইতিমধ্যেই রয়েছে এনডিএ-র কাছে। তাছাড়াও আরও বেশ কয়েকটি দল দ্রৌপদীকে সমর্থন করার কথা জানিয়েছে। ওড়িশার শাসকদল বিজু জনতা দল (৩১,৬৮৬ ভোট), এআইএডিএমকে (১৪,৯৪০), শিবসেনা দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণা করেছে। এদিকে কংগ্রেসের জোট সঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও ঘোষণা করেছে যে তারা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে। তাছাড়া শিরোমণি অকালি দল, তেলুগুদেশম পার্টি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, জনতা দল সেকুলার, বহুজন সমাজ পার্টিও সমর্থন করছে দ্রৌপদীকে।
21 Jul 2022, 07:09:47 AM IST
এগিয়ে দ্রৌপদী
এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু আজকের নির্বাচনে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলির ঘোষণা মতো প্রায় ৬০ শতাংশ ভোট পেতে পারেন দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ন্যূনতম ৫০ শতাংশ যোগ একটি ভোট পেতে হয়।
21 Jul 2022, 07:09:47 AM IST
সব নজর দিল্লিতে
আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। গোটা দেশের নজর দিল্লির দিকে। অঙ্কের নিরিখে এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে। তবে গণনা শেষে চূড়ান্ত ফল নিশ্চিত হওয়া যাবে। দ্রৌপদী জিতলে তিনি দেশের ১৫তম রাষ্ট্রপতি হবেন এবং দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে এই পদে বসবেন।