বাংলা নিউজ > ঘরে বাইরে > বিরোধী নেতৃত্বদের চিঠি লিখলেন যশবন্ত সিনহা, জানালেন নিজের ইচ্ছার কথা

বিরোধী নেতৃত্বদের চিঠি লিখলেন যশবন্ত সিনহা, জানালেন নিজের ইচ্ছার কথা

যশবন্ত সিনহা। (PTI Photo) (PTI)

তিনি লিখেছেন, ভারত এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলব। কৃষক, শ্রমিক, বেকার যুবক, মহিলা ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য় আমি আওয়াজ তুলব।

বিরোধী দলের নেতাদের চিঠি লিখলেন রাষ্ট্রপতি পদের প্রার্থী যশবন্ত সিনহা। বিরোধী শিবিরের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রার্থী করা হয়েছে তাঁকে। তিনি লড়বেন এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে। এবার চিঠিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা লিখেছেন, ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। বিরোধী শিবিরের পক্ষ থেকে আমাকে প্রার্থী করায় আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমার উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের ও দেশের নাগরিকদের নিশ্চিত করছি,যদি আমি নির্বাচিত হই তবে ভারতীয় সংবিধানের মূল বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করব। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে কোনওভাবেই খাটো হতে দেব না। যেভাবে বর্তমানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে প্রয়োগ করা হচ্ছে তা হতে দেব না।সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যাতে আঘাত করতে যাতে না পারে সেটা দেখব।

তিনি লিখেছেন, ভারত এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলব। কৃষক, শ্রমিক, বেকার যুবক, মহিলা ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য় আমি আওয়াজ তুলব।

২৭ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে আমি পরিকল্পনা করেছি বিভিন্ন রাজ্যের রাজধানীতে যাব যতটা সম্ভব হবে। আপনাদের সমর্থন পাওয়ার জন্য় আমি বিধায়ক ও সাংসদদের কাছে যাওয়ার চেষ্টা করব।

বন্ধ করুন