বাংলা নিউজ > ঘরে বাইরে > Price of edible oil: টেনশন নেবেন না, ভোজ্য তেলের দাম আরও কমতে পারে, বড় প্রস্তাব দিল সরকার

Price of edible oil: টেনশন নেবেন না, ভোজ্য তেলের দাম আরও কমতে পারে, বড় প্রস্তাব দিল সরকার

ভোজ্য তেলের দাম ফের কমতে পারে। প্রতীকী ছবি (Shutterstock) (HT_PRINT)

সরকারের এই অনুরোধ মেনে যদি বাস্তবে ভোজ্য তেলের দাম কমিয়ে দেওয়া হয় তবে স্বস্তি পাবেন অনেকেই। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

এবার কিছুটা হলেও স্বস্তির খবর। কমতে পারে ভোজ্য তেলের দাম। এনিয়ে ভোজ্য তেলের সংস্থাগুলিকে সরকারের তরফে অনুরোধ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য় তেলের দাম কমেছে। সেক্ষেত্রে দেশে ভোজ্য় তেলের দাম কিছুটা কমিয়ে দিন। অনুরোধ করেছে সরকার।সেক্ষেত্রে ভোজ্য়ে তেলের দাম প্রতি লিটারে ৮-১২টাকা করে কমানোর জন্য় সরকারের তরফে অনুরোধ করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই অনুরোধ মেনে যদি বাস্তবে ভোজ্য তেলের দাম কমিয়ে দেওয়া হয় তবে স্বস্তি পাবেন অনেকেই। 

এদিকে এই দাম কমানো নিয়ে ইতিমধ্য়ে সরকারি পর্যায়ে মিটিংও হয়েছে। সরকার গুরুত্বপূর্ণ ভোজ্য় তেলের প্রস্তুতকারকদের কাছে অনুরোধ করেছে, দাম কিছুটা কমিয়ে দিন। সেই সঙ্গে খাদ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে,  কিছু কোম্পানি দাম কমায়নি। অন্যান্য ব্র্যান্ড দাম কমালেও তাদের দাম এখনও বেশি রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে দাম কমানোর জন্য় বলা হয়েছে। পিটিআই সূত্রে খবর।

এদিকে তরকারি মানেই ভোজ্য তেল লাগে। তেলের দাম কমলে স্বস্তি পান অনেকেই। তবে এবার তেলের দাম কমা নিয়ে আশার কথা শোনাচ্ছে সরকার। এতে হেঁসেলে অনেকটাই সুবিধা হবে। 

মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দাম যাতে প্রতি লিটারে ৮-১২ টাকা কমতে পারে তার জন্য় বলা হয়েছে। এনিয়ে ভোজ্য় তেল প্রস্তুতকারক সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যেন বিষয়টি নিয়ে মেম্বারদের নিয়ে আলোচনা করে নেয়। 

এদিকে মন্ত্রকের তরফেও এই দাম কমা নিয়ে আশা প্রকাশ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভোজ্য় তেলের দাম দেশে ক্রমেই কমছে। এটা কিছুটা হলেও আশার কথা। আন্তর্জাতিক বাজারেও ভোজ্য তেলের দাম কমছে। তার প্রতিফলনও কমছে দেশে। অন্য়দিকে যে কোম্পানিগুলির তেলের দাম এখনও অন্যান্য়দের তুলনায় বেশি তাদেরও দাম কমানোর জন্য বলা হয়েছে।

অনেকের মতে, যেখানে অন্য়ান্য জিনিসের দাম ক্রমেই চড়ছে, সেখানে ভোজ্য তেলের দাম নিম্নমুখী এটা যথেষ্ট আশার কথা। এতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। 

 

বন্ধ করুন