নিরাপত্তার স্বার্থে জওয়ানদের সাহায্য করুন। শনিবার আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে-তে দেশবাসীর প্রতি এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন টুইটারে তিনি লেখেন, ‘আর্মড ফোর্সেস ডে-তে আমাদের বাহিনী ও তাঁদের পরিবারবর্গের অদমিত সাহসকে স্যালুট জানাই এবং তাঁদের উন্নয়নের স্বার্থে আপনাদের অবদানের আবেদন জানাই।’
বার্তার সঙ্গে নিরাপত্তাবাহিনীর তিন শাখার জওয়ানদের ভিডিয়ো টুইট করেছেন নমো। ভিডিয়োর নেপথ্যভাষ্যে নিরাপত্তা বাহিনীর প্রতি সম্মান জানাতে এবং তাঁদের সহায়তা করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘শুধু তাঁদের সংবর্ধনা জানানোর আবেগে কিছু হয় না। আমাদের অংশগ্রহণ করাও জরুরি।’
১৯৪৯ সাল থেকে প্রতি বছর ৭ ডিসেম্বর দেশের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার সম্মানে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে অনুষ্ঠিত হয়।
এর আগে নিজের রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৫৯ তম পর্বে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে-এর গুরুত্ব সম্পর্কে বলেচিলেন প্রধানমন্ত্রী।
বিশেষ এই দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, ‘দেশের জন্য যে সমস্ত সাহসী বীর প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানাতে আজ দেশজুড়ে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালিত হচ্ছে।’