বাংলা নিউজ > ঘরে বাইরে > T-20 World Cup 2022: ‘অসাধারণ পারফরম্যান্স’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বিরাটদের শুভেচ্ছা মোদীর

T-20 World Cup 2022: ‘অসাধারণ পারফরম্যান্স’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বিরাটদের শুভেচ্ছা মোদীর

বিরাট কোহলি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্বাগত জানিয়ে মোদী টুইটারে লেখেন, ‘ভারত ভালো লড়াই করে জয় পেয়েছে। একটি অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন।’ একই সঙ্গে বিরাট কোহলিকে ট্যাগ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিরাট কোহলিকে অসাধারণ পারফরমেন্সের জন্য অনেক শুভেচ্ছা।’

মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে জয়ী হয়েছে ভারত। আর সেই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত মাঠে থেকে ভারতকে জিতিয়েছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর তার সেই ইনিংস দেখার পর মুগ্ধ আট থেকে আশি সকলেই। বাদ গেলেন না প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীও। এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরাট কোহলিকেও বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

আলোর উৎসবে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্বাগত জানিয়ে মোদী টুইটারে লেখেন, ‘ভারত ভালো লড়াই করে জয় পেয়েছে। একটি অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন।’ একই সঙ্গে বিরাট কোহলিকে ট্যাগ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিরাট কোহলিকে অসাধারণ পারফরমেন্সের জন্য অনেক শুভেচ্ছা।’ একইসঙ্গে আগামী ম্যাচের জন্যও শুভেচ্ছা দিয়েছেন মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভারতের জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘বিরাট কোহলি এক ফাটাফাটি ইনিংস খেলেছেন। জয়ের জন্য ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই।’কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ভারতীয় ক্রিকেট টিমের প্রশংসা করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তিনি টুইট বার্তায় জানান, ‘মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একটি অভূতপূর্ব প্রচেষ্টা। বিরাট কোহলি তার জীবনের অন্যতম সেরা ইনিংস খেলেছেন! এই অবিশ্বাস্য জয়। বিশ্ব জুড়ে সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তদের আনন্দিত করেছে। এই দুর্দান্ত জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’

বন্ধ করুন