বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Narendra Modi to UP Police: 'ভগবান আপনাদের মন দিয়েছেন', উত্তরপ্রদেশে পুলিশকে সংবেদনশীল হওয়ার বার্তা মোদীর

PM Narendra Modi to UP Police: 'ভগবান আপনাদের মন দিয়েছেন', উত্তরপ্রদেশে পুলিশকে সংবেদনশীল হওয়ার বার্তা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  (HT_PRINT)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যোগী প্রশাসনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোজগার মেলায় একটি রেকর্ডেড বার্তায় মোদী বলেন, ‘একটা সময় ছিল যখন মাফিয়ারায় এবং খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য পরিচিত ছিল উত্তরপ্রদেশ। আজ সেই পরিস্থিতি বদলেছে।’

বিগত বছরে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টার এবং বুলডোজার চালানোর মতো একাধিক ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে। তবে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দিক দিয়ে আম জনতার অধিকাংশই হয়ত পুলিশের কাজে আপাতত সন্তুষ্ট। তবে তাও বিচ্ছিন্ন কিছু ঘটনায় মাঝে মাঝেই কলঙ্কিত হয় উত্তরপ্রদেশ পুলিশের নাম। এই আবহে পুলিশকে সংবেদনশীল হয়ে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেওয়া নতুন কর্মীদের উদ্দেশে মোদী বলেন, 'আপনারা যখন পুলিশের ইউনিফর্ম পরেন, তখন সরকার আপনার হাতে একটি লাঠি দেয়। তবে ভুলে যাবেন না যে সরকার পরে এসেছিল। এর আগে ঈশ্বর আপনাকে একটি হৃদয়ও দিয়েছেন।' (আরও পড়ুন: '৫২ বছর বয়সে আজও আমার নিজের বাড়ি নেই', ছোটবেলার স্মৃতিচারণায় রাহুল গান্ধী)

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যোগী প্রশাসনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোজগার মেলায় একটি রেকর্ডেড বার্তায় মোদী বলেন, 'একটা সময় ছিল যখন মাফিয়ারায় এবং খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য পরিচিত ছিল উত্তরপ্রদেশ। আজ সেই পরিস্থিতি বদলেছে। পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন রাজ্যটি ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য পরিচিত। এই রাজ্য দ্রুত অগ্রসর করছে।' রবিবারের রোজগার মেলায় উত্তরপ্রদেশ পুলিশে যোগদান করা প্রায় ৯ হাজার কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে মোদী বলেন, 'আপনাকে সংবেদনশীল হতে হবে এবং ব্যবস্থাকেও আরও সংবেদনশীল করে তুলতে হবে।' এদিকে মোদী বলেন, 'উত্তরপ্রদেশ সরকার পুলিশ প্রশিক্ষণে বেশ কিছু পরিবর্তন আনছে। নবনিযুক্তদের সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রেও প্রশিক্ষণ দেওয়া হবে নতুন পুলিশকর্মীদের। এতে করে 'স্মার্ট পুলিশিং' নীতিকে উৎসাহিত করছে রাজ্য সরকার।' এদিকে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমাকে বলা হয়েছে, ২০১৭ সালে বিজেপি ক্ষমতয় আসার পর থেকে উত্তরপ্রদেশ পুলিশে দেড় লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ বেড়েছে এবং বিজেপি শাসনে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জোরদার হয়েছে।'

নববিযুক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আজ যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের একটা কথা সবসময় মাথায় রাখা উচিত - নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগ আপনার সামনে আসতে চলেছে। প্রতিদিন নতুন সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। আমি উত্তরপ্রদেশের একজন সাংসদ হিসেবে ব্যক্তিগতভাবে এটা বলছি। আপনি নিয়োগপত্র পেয়ে গেলেও, আপনার ভিতরের ছাত্রটিকে কখনই মরতে দেবেন না। আপনার অগ্রগতির জন্য এটি প্রয়োজনীয়। জীবনে নতুন উচ্চতা অর্জনের জন্য আপনার ক্ষমতাকে ক্রমাগত বৃদ্ধি করা খুব জরুরি।'

বন্ধ করুন
Live Score