উপরাষ্ট্রতি পদে মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়া নাইড়ুর। তাঁর বিদায় বেলায় বেঙ্কাইয়া নাইড়ুর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আজ আমরা সবাই এখানে রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইড়ুকে তাঁর মেয়াদ শেষ করার জন্য ধন্যবাদ জানাতে এসেছি। এই কক্ষের জন্য এটা খুবই আবেগপূর্ণ মুহূর্ত। রাজ্যসভার চেয়ারম্যান থাকাকালীন বেঙ্কাইয়া নাইড়ু উচ্চকক্ষের উর্ধ্বগামী যাত্রা পরিচালনা করতে সহায়তা করেছিলেন। তাঁর মেয়াদে রাজ্যসভায় কাজের পরিমাণ বেড়েছে।’
মোদী এদিন আরও বলেন, ‘আপনার ওয়ান-লাইনারগুলি আদতে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। তারাও উইন লাইনারও বটে। এর মানে এই লাইনের পরে আর কিছু বলার দরকার নেই। আপনার প্রতিটি শব্দ সবসময় শোনা হয়। আপনার কথা পছন্দ করা হয় এবং তা সম্মান করা হয়।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে, এটা আমার সৌভাগ্য যে আমি আপনাকে বিভিন্ন চরিত্রে কাছ থেকে দেখেছি। আমারও সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে সেই সব চরিত্রে কাজ করার। দলীয় কর্মী হিসেবে আপনার আদর্শগত প্রতিশ্রুতি হোক, বিধায়ক হিসেবে আপনার কাজ হোক, সাংসদ হিসেবে সংসদে আপনার কার্যকলাপ... দলীয় প্রধান হিসাবে আপনার নেতৃত্ব, মন্ত্রিসভায় আপনার কঠোর পরিশ্রম, বা উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান - আমি আপনাকে আপনার সমস্ত ভূমিকায় নিষ্ঠার সাথে কাজ করতে দেখেছি। আপনি কখনই কোনও কাজকে বোঝা মনে করেননি, আপনি প্রতিটি কাজে নতুন প্রাণ দেওয়ার চেষ্টা করেছেন।’
এদিকে আজ বেঙ্কাইয়া নাইড়ু প্রসঙ্গে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে বলেন, ‘আপনি উচ্চকক্ষের জন্য একটি জাতীয় নীতির পক্ষে ছিলেন। আপনি মহিলা সংরক্ষণ বিল এবং অন্যান্য বিষয়ে ঐক্যমতের কথাও বলেছেন। আমি বিশ্বাস করি আপনি যে কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছেন তা সরকার পূরণ করবে বলে আশা করি।’