স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত যুবক যুবতীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী। তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি উদ্ভাবনী ক্ষমতা দেখে আপ্লুত হয়েছেন তিনি। এদিন নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘ইয়ং ইন্ডিয়া লিডার্স ডায়লগ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় তিন হাজার যুবক যুবতী।
আরও পড়ুন: বিবেকানন্দের মতোই আমিও যুবসমাজের উপর ভরসা রাখি: মোদী
এদিনের অনুষ্ঠানের যুবক যুবতীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজন সাড়েন প্রধানমন্ত্রী। তিনি তাঁদের সঙ্গে আলোচনায় মেতে ওঠেন। ২০২৭ সালের মধ্যে দেশের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত প্রকল্পের অংশ হিসাবে সকাল ১০টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত তরুণ নেতানেত্রীদের সঙ্গে সময় কাটান। প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত ভারতই হবে অর্থনৈতিক, কৌশলগত, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ক্ষমতা সম্পন্ন। তিনি তরুণদের এই উদ্দেশ্য অর্জনের জন্য পরিশ্রমী হওয়ার বার্তা দেন। লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিককে সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার বার্তা দেন।
১৯৩০ সালের অর্থনৈতিক সঙ্কট এবং সিঙ্গাপুরের উত্থানের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থানের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বড় লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ভারতের করোনভাইরাসের সফলভাবে মোকাবিলা করার উদাহরণও উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী যুবক যুবতীদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময়ও তাঁদের সঙ্গে আলোচনা করেন। যার মধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের তরুণীরা ছিলেন। এদিনের অনুষ্ঠানের লক্ষ্য ছিল ২৫ বছরের পুরনো ঐতিহ্যকে ভেঙে জাতীয় যুব উৎসব একটি প্রচলিত পদ্ধতিতে আয়োজন করা। এদিনের অনুষ্ঠানে ১৫-২৯ বছর বয়সি তরুণ তরুণীরা অংশগ্রহণ করেছিলেন।
তিনটি পর্যায়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে, বিকশিত ভারত কুইজের আয়োজন করা হয়। তাতে সমস্ত রাজ্যের যুবক যুবতীদের অংশগ্রহণের জন্য ১২টি ভাষায় এই কুইজ পরিচালিত হয়েছিল। এতে প্রায় ৩০ লক্ষ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্যায়ে, প্রবন্ধ রাউন্ড ছিল। সেখানে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ দশটি গুরুত্বপূর্ণ থিমের উপর তাদের ধারণাগুলি প্রকাশ করেছিল। সেখানে ২ লক্ষেরও বেশি প্রবন্ধ জমা পড়ে। আর তৃতীয় পর্যায়ে, প্রতিটি থিম থেকে বাছাই করা ২৫ জন প্রার্থী কঠোর ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।