বাংলা নিউজ > ঘরে বাইরে > বছরের শেষ ‘মন কি বাতে’ কোভিড রুখতে ‘নিউ ইয়ার রেজোলিউশনে’র বার্তা প্রধানমন্ত্রীর

বছরের শেষ ‘মন কি বাতে’ কোভিড রুখতে ‘নিউ ইয়ার রেজোলিউশনে’র বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেন, ‘নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রবেশ ঘটেছে ভারতে। আমাদের আরও সতর্ক হতে হবে এবং সর্বদা কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অনুসরণ করতে হবে।’

করোনা টিকার ‘প্রিকশন ডোজের’ ঘোষণা গতকালই করেছিলেন প্রধানমন্ত্রী। আর ২০২১ সালের শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকো কোভিডের বিরুদ্ধে একযোগ হয়ে লড়াই চালিয়ে যেতে উদ্বুদ্ধ করলেন। গতকালই প্রধানমন্ত্রী ঘোষণা করে জানিয়েছিলেন যে নয়া বছরে করোনা রোধক 'প্রিকশন ডোজ' দেওয়া হবে দেশে৷ এই ডোজ পাবেন কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা৷ এদিকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও করোনা রোধক টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী। রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘ওমিক্রনের বিরুদ্ধে একযোগে লড়তে হবে দেশকে।’  

মনের কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১-কে বিদায় জানিয়ে ২০২২-কে স্বাগত জানাতে হবে৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভালো হয়ে উঠতে হবে৷’ এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেন, ‘নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রবেশ ঘটেছে ভারতে। আমাদের আরও সতর্ক হতে হবে এবং সর্বদা কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অনুসরণ করতে হবে। আমরা নতুন বছরে প্রবেশের জন্য প্রস্তুত। এই সময় করোনভাইরাস মোকাবিলায় আমাদের প্রচেষ্টাকে বহুগুণ বৃদ্ধির অঙ্গীকার করতে হবে।’ 

মোদী মন কি বাত অনুষ্ঠান প্রসঙ্গে এদিন বলেন, ‘এই অনুষ্ঠানে সরকারের কাজের প্রচার খুব সহজেই করা যেত। তবে আমার মতে ‘মন কি বাত’ অনুষ্ঠানটি সরকারের কাজকে তুলে ধরার জন্য নয়।  বরং এর বদলে এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল স্তরের পরিবর্তনকারীদের সম্মিলিত প্রচেষ্টা করি আমি।’ এদিকে কন্নুরে হেলিকপ্টার ক্র্যাশে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি বলে দাবি করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই একই ক্র্যাশে আহত হয়ে দীর্ঘদিন লড়াই করেও হার মানেন গ্রুপ ক্যাপ্টে বরুণ সিং। তাঁর মৃত্যুতেও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 

 

 

বন্ধ করুন