ইনক্লুসিভ- অন্তর্ভুক্তিমূলক: এই 'ইনক্লুসন' বা সকলকে নিয়ে এগনোই এবারের G20 সামিটে ভারতের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি উচ্চাভিলাষী, পরিশ্রমী এবং সিদ্ধান্ত গ্রহণকারী মানসিকতা নিয়ে এই অধিবেশনে যোগ দেওয়া হবে বলে জানান তিনি। ছবি: টুইটার
1/5বৃহস্পতিবার থেকে G-20-র সভাপতিত্ব শুরু করল ভারত। আর তার প্রথমেই দেশের হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিন্ন ভিন্ন দেশ নয়। একত্রে 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' থিমে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান তিনি। সমগ্র বিশ্বজুড়ে ঐক্য আরও দৃঢ় করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জলবায়ু পরিবর্তন, মহামারী ইত্যাদিক মতো সমস্যার বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে বলে জানান তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5G20 অধিবেশনে ভারতের অগ্রাধিকার বলতে তাই শুধুমাত্র আমাদের দেশ বা বন্ধু দেশগুলির কথাই মাথায় রাখা হবে, তা নয়। বিশ্বব্যাপী সকল দেশের কথা মাথায় রাখা হবে। বিশেষ করে এমন ছোট অনুন্নত দেশগুলির কথা ভাবা হবে, যাদের সেভাবে কন্ঠস্বর শুনতে পাওয়া যায় না। এদিন সেই দেশগুলির হয়ে এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ছবি: টুইটার (Twitter)
3/5ইনক্লুসিভ- অন্তর্ভুক্তিমূলক: এই 'ইনক্লুসন' বা সকলকে নিয়ে এগনোই এবারের G20 সামিটে ভারতের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি উচ্চাভিলাষী, পরিশ্রমী এবং সিদ্ধান্ত গ্রহণকারী মানসিকতা নিয়ে এই অধিবেশনে যোগ দেওয়া হবে বলে জানান তিনি। ছবি: টুইটার (Twitter)
4/5আসুন মানবকেন্দ্রিক বিশ্বায়নের এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আসুন আমরা পরিবেশবান্ধব জীবনযাত্রা উত্সাহিত করার বিষয়ে কাজ করি। খাদ্য, সার এবং চিকিৎসা পণ্যের মতো অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহের ক্ষেত্রকে রাজনীতি-মুক্ত করি। ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5তিনি বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস, এখনই আরও এগিয়ে যাওয়ার সেরা সময়। এর পাশাপাশি সামগ্রিকভাবে মানব সমাজের পাশের দাঁড়ানোর মতো মানসিকতার অর্পণ করা প্রয়োজন।' ফাইল ছবি: টুইটার (Twitter)