প্রাইভেট হাসপাতালে এখন থেকে আর ইচ্ছে মতো দামে করোনা টিকা দেওয়া যাবে না। এই ঘোষণা সোমবারই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিয়েছিলেন যে এখনও থেকে প্রাইভেট হাসপাতালগুলি টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। সেই ঘোষণার পর এখন কোন টিকা কত দামে নেওয়া যাবে প্রাইভেট হাসপাতালে?
এদিন কেন্দ্রের তরফে প্রাইভেট হাসপাতালগুলিকে নির্দেশ পাঠিয়ে বলা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৮০ টাকা নিতে পারবেন হাসপাতালে। এছাড়া বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিন বিক্রি করা যাবে সর্বোচ্চ ১৪১০ টাকায় এবং স্পুটনিক ভি বিক্রি করা যাবে সর্বোচ্চ ১১৪৫ টাকায়। এই দাম যাতে হেরফের না হয়, তার জন্য নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার।
সোমবার প্রধানমন্ত্রী বলেন, '১ মে থেকে রাজ্যগুলিকে কোভিড সংক্রান্ত কাজের ২৫ শতাংশ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যগুলি চেষ্টাও করেছে। তবে এই কাজ কতটা কঠিন, সেটাও তারা বুঝতে পেরেছে। এখন অনেকে বলছে আগের ব্যবস্থাই ভালো ছিল। সেই কারণে এ বার তাদের উপর দেওয়া ২৫ শতাংশ কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। টিকা প্রস্তুতকারকের থেকে ৭৫ শতাংশ টিকা ভারত সরকার নিজেই কিনে নিয়ে রাজ্য সরকারগুলিকে দেবে। কোনও রাজ্য সরকারকে টিকার জন্য কোনও খরচ করতে হবে না।'
প্রধানমন্ত্রী বলেছিলেন, 'গরিব, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই ফ্রিতে টিকা নিতে পারবেন। তবে যাঁরা বেসরকারি হাসপাতালে টিকা নিতে চাইবেন, তাঁরাও তা নিতে পারবেন। মোট টিকার ২৫ শতাংশ কিনতে পারবে বেসরকারি হাসপতালগুলি। সে ক্ষেত্রে টিকার দামের উপর বেসরকারি হাসপাতালগুলি ১৫০ টাকা সার্ভিস চার্জ নেবে, তার বেশি নয়।'