বাংলা নিউজ > ঘরে বাইরে > Ayushman Bharat: আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা, বিরাট সরকারি বকেয়া

Ayushman Bharat: আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা, বিরাট সরকারি বকেয়া

আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা, বিরাট সরকারি বকেয়া প্রতীকী ছবি (AFP)

আয়ুষ্মান ভারত মুখ সেহাত বিমা যোজনার আওতায় রোগীদের বিভিন্ন চিকিৎসার জন্য রাজ্য সরকারের ৬০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে পঞ্জাবের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশনের (পিএইচএএনএ) দাবি প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ বলবীর সিং।

আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী সেহাত বিমা যোজনার আওতায় রোগীদের বিভিন্ন চিকিৎসার জন্য রাজ্য সরকারের ৬০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে পাঞ্জাবের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশনের (পিএইচএএনএ) দাবি প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ বলবীর সিং।

মন্ত্রী আরও জানান, সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের জন্য মোট বকেয়া অর্থের পরিমাণ ৩৬৪ কোটি টাকা।

সরকারি তথ্য অনুযায়ী,  বকেয়া অর্থ বিভাজন দেখায় যে সরকারি হাসপাতালের কাছে ১৬৬.৬৭ কোটি টাকা বকেয়া রয়েছে, যেখানে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া রয়েছে ১৯৭ কোটি টাকা।

রাজ্যের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারত বিমা যোজনার অধীনে সমস্ত চিকিৎসা বন্ধ করার ঘোষণা দেওয়ার একদিন পরেই এই ব্যাখ্যা এসেছে।

মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে ১০১.৬৬ কোটি টাকা এবং সরকারি হাসপাতালগুলিতে ১১২ কোটি টাকা বিতরণ করেছে, যার মোট পরিমাণ ২১৪.৩০ কোটি টাকা।

'জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএ) দ্বারা চালু করা দাবি প্রক্রিয়াকরণের জন্য নতুন সফ্টওয়্যারটিতে স্যুইচ করার পরে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যার ফলে দাবি প্রক্রিয়াকরণের গতি ধীর হয়ে যায়। তবে, রাজ্য স্বাস্থ্য সংস্থা (এসএইচএ) এই সমস্যা সমাধানের জন্য আরও কর্মী নিয়োগ এবং সপ্তাহান্তে এবং ছুটির দিনে কাজ করাসহ দ্রুত ব্যবস্থা নিয়েছিল।

বিষয়টি সমাধানের জন্য মন্ত্রী শুক্রবার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছেন।

পাশাপাশি, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সঙ্গে বৈঠকের সময় ধার্য করা হয়েছে।

মন্ত্রী বলেন, দাবি প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করতে এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিতে সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করতে তিনি ইতিমধ্যে এসএইচএকে চিকিৎসা পেশাদার নিয়োগের নির্দেশ দিয়েছেন।

পরবর্তী খবর

Latest News

বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.