বাংলা নিউজ > ঘরে বাইরে > Privatisation of Bank: বাদল অধিবেশনেই পেশ হবে বিল, দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র

Privatisation of Bank: বাদল অধিবেশনেই পেশ হবে বিল, দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র

দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র

দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নীকরণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তৎপরতা বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র।

এলআইসির আংশিক বেসরকারিকরণের পর এবার দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নীকরণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তৎপরতা বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র। তাছাড়া দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বিলগ্নীকরণের তালিকায় যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেই ‘ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট’ সংশোধন করে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিতে বেসরকারি সংস্থার বিনিয়োগের পথ খুলে দিয়ে বিশেষ বার্তা দিয়েছিল মোদী সরকার। এর আগে এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের পথেও হাঁটে সরকার। এলআইসি-র আইপিও ছাড়া হয় বাজারে। আরও বেশ কয়েকটি সংস্থার শেয়ারও সরকার নিজেদের হাত থেকে ছেড়ে দিতে চাইছে।

১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণের দু’টি আইন এবং ১৯৪৯-এর ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলে আগেও জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই মতো এবার এই সংশোধনীগুলি পেশ করা হতে পারে সংসদে। সব ঠিক থাকলে বাদল অধিবেশনেই এই সংশোধনী পাশ করিয়ে নেওয়া হবে। তবে এখনও জানা যায়নি যে কোন দু’টি ব্যাঙ্ককে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে ইচ্ছুক কেন্দ্র। তবে মনে করা হচ্ছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্কের মধ্যে যেকোনও দু’টি ব্যাঙ্কের বেসরকারিকরণ হতে পারে।

বন্ধ করুন