২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২৩ জুলাই। সেই বাজেটেই নাকি ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের পাশাপাশি আরও কিছু আইনে নতুন সংশোধন আনতে পারে সরকার। এদিকে এই সংশোধনের ফলে ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারের অংশীদারিত্ব ৫১ শতাংশের নিচে নেমে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আধিকারিক নাকি এই কথা বলেছেন সংবাদসংস্থা পিটিআই-কে। রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কিং কোম্পানি (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস) অ্যাক্ট, ১৯৭০ এবং ব্যাঙ্কিং কোম্পানি (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস) অ্যাক্ট, ১৯৮০-এর মতো অন্যান্য আইনে সংশোধনী আনতে পারে কেন্দ্রীয় সরকার। এর আগে ২০২১ সালের শীতকালীন অধিবেশনের জন্য এই আইনগুলিতে সংশোধনের প্রস্তাব দিয়েছিল সরকার। তবে সেবার সেগুলি পাশ করানো যায়নি। (আরও পড়ুন: সময়ের আগে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছবে ভারত, দাবি নীতি আয়োগের)
আরও পড়ুন: ফের এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ল, এবার ১৬%, বর্ধিত ভাতা কার্যকর কবে থেকে
এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে আশা করা হচ্ছিল, আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারি খাতে তুলে দিয়ে নিজেদের পকেটে কয়েক হাজার কোটি টাকা ভরবে সরকার। তবে আপাতত আইডিবিআই ব্যাঙ্কের বিলগ্নীকরণের প্রক্রিয়া সেই অর্থে এগোয়নি। এছাড়াও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের বিলগ্নীকরণেরও পরিকল্পনা নিয়েছিল সরকার। তবে সেটাও এখনও বাস্তবায়িত হয়নি। (আরও পড়ুন: শনির ফাঁড়া থেকে রক্ষা করছেন শনিদেব? ৪০ দিনে ৭ শনিবার সাপের ছোঁবল,তাও বেঁচে যুবক)
আরও পড়ুন: হাজিরা নিয়ে কড়াকড়ির মাঝে এই রাজ্যের সরকারি কর্মীদের জন্যে বাড়তি ছুটির ঘোষণা
আরও পড়ুন: ভোটে লেগেছে ঝটকা, বিলগ্নীকরণের পরিকল্পনা কি আপাতত বোতলবন্দি করবে বিজেপি?
এদিকে এর আগে গত ২০২০ সালের এপ্রিলে সরকার ১০টি সরকারি ব্যাঙ্কে মার্জ করে ৪টি ব্যাঙ্কে পরিণত করেছিল সরকার। এই আবহে সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমে ১২ হয়। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে গিয়েছে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে, এলাহাবাদ ব্যাঙ্ককে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক মিশে গিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। ২০১৯ সালে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ককে নিজের সঙ্গে মিশিয়ে নেয় ব্যাঙ্ক অফ বরোদা । এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ এবং ভারতীয় মহিলা ব্যাঙ্ক মিশিয়ে নিয়েছিল এসবিআই। সেটা ২০১৭ সালের এপ্রিল মাস।