বিজয় দিবস উদযাপন নিয়ে মোদী সরকারের ভূমিকাকে কেন্দ্র করে এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে কড়াভাবে মোদীকে বিঁধেছেন তিনি। সেই সঙ্গেই ঠাকুমা তথা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই সময়কার ছবি তুলে আনলেন তিনি। কার্যত ইন্দিরার ছবিকে সামনে এনে মোদীকে বিঁধলেন রাজীব তনয়া প্রিয়াঙ্কা। টুইট করে তিনি লিখেছেন, আমাদের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নারীবিদ্বেষী বিজেপি সরকার বিজয় দিবস উদযাপন থেকে বাদ দিয়ে দিয়েছে। তিনি সেদিন ভারতকে বিজয় অভিমুখে নেতৃত্ব দিয়েছিলেন ও বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এর সঙ্গেই তিনি ৭১এর যুদ্ধের বীর সেনানীদের সঙ্গে ইন্দিরা গান্ধীর ছবি তুলে ধরেছেন। সেখানে কোনও ছবিতে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধী সেনা আধিকারিকদের সঙ্গে করমর্দন করছেন। কোথাও আবার বাংলাদেশের তৎকালীন নেতৃত্বের পাশে রয়েছেন।
এখানেই থেমে থাকেননি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, নরেন্দ্র মোদীজী মহিলারা আপনার মামুলি কথা আর বিশ্বাস করেন না। আপনার এই যে দেশভক্তি ভাব, এটা মানুষ আর গ্রহণ করেন না। মহিলাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিও তিনি রেখেছেন।
প্রশ্ন উঠছে তবে কি বিজয় দিবসে ৫০ বছর পূর্তিতে লৌহ মানবী ইন্দিরা গান্ধীকে সুকৌশলে এড়িয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার? বাংলাদেশকে স্বাধীন করতে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানকে অস্বীকার করছে মোদী সরকার। এই অভিযোগেই সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।