‘কেউ সাহায্য করছে না আমাদের এখানে...’, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে এমনই কারত আর্তি ইউক্রেনে আটকে পড়া এক ভারতীয় পড়ুয়ার। সেই ভিডিয়ো আবার টুইটারে শেয়ার করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে প্রিয়াঙ্কা টুইট বার্তায় লেখেন, ‘এই ভারতীয়দের দেশে ফেরাতে যা কিছু সম্ভব করা উচিত।’
প্রিয়াঙ্কা গান্ধী পোস্টের ক্যাপশনে লেখেন, ‘ঈশ্বরের জন্য এই পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার করা হোক... গোটা জাতি এই পড়ুয়াদের পরিবারের পাশে আছে। ইউক্রেন থেকে আসা ভারতীয় ছাত্রদের এই ভিডিও খুবই উদ্বেগজনক।’
প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিয়োতে ওই ছাত্রী নিজেকে লখনউয়ের বাসিন্দা বলে দাবি করেন। নাম গরিমা মিশ্র। ইউক্রেনের রাজধানী কিয়েভে আটকে আছেন তিনি। রাশিয়ান বাহিনী কিয়েভ ঘেরাও করেছে। এই আবহে গরিমা দাবি করেন, তিনি দূতাবাসগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। তাঁকে বলতে শোনা যায়, ‘কেউ সাহায্য করছে না এবং আমি জানি না আমরা কোনও সাহায্য পাব কি না। আমাদের বন্ধুরা যখন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল তখন তাদের উপর রাশিয়ান সেনাবাহিনী গুলি চালায়।’
ভিডিয়োতে গরিমাকে কাঁদতে দেখা যায়। তিনি অভিযোগ করেন যে তিনি যেই গোষ্ঠীর অংশ ছিলেন, সেই গোষ্ঠীর থেকে মেয়েদের অপহরণ করা হয়েছিল৷ কান্নায় ভেঙে পড়ে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্যের আবেদন জানান। তিনি বলেন, ‘দয়া করে আমাদের সাহায্য করুন। জয় হিন্দ! জয় ভারত! যারাই দেখছেন, দয়া করে এই ভিডিয়োটি শেয়ার করুন।’