বিগত এক মাসের মধ্যেই রকেট গতিতে উর্ধ্বমুখী হয়েছে করোনা সংক্রমণ। দ্বিতীয় প্রবাহের চোটে দেশে করোনা সংক্রমণ লাগাম ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। পাশাপাশি করোনা আবহে রাজনৈতিক সভা সমিতি করায় নরেন্দ্র মোদীর নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী।
এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'করোনায় সাধারণ মানুষ কাঁদছে, মঞ্চে দাঁড়িয়ে নেতারা হাসছেন। এভাবে কী করে করতে পারেন তাঁরা? প্রধানমন্ত্রী মঞ্চে উঠে জোকস বলে লোক হাসান। এদিকে দেশে অষোধ নেই, অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই।'
প্রিয়াঙ্কার এদিন প্রধানমন্ত্রী উদ্দেশে দাবি জানান, সাধারণ মানুষের জীবন কীভাবে বাঁচাবেন তা আমজনতার কাছে তুলে ধরুন। তিনি বলেন, 'মঞ্চ থেকে এবার তাঁর নিচে নামা উচিত। সাধারণ মানুষের সামনে এসে কথা বলুন। কীভাবে তাদের জীবন বাঁচবে তা আমজনতাকে জানান।' উল্লেখ্য, করোনার মাঝেই বঙ্গে চলছে ভোট পর্ব। এর মাঝেই করোনা রকেট গতিতে ঊর্ধ্বমুখী হওয়ায় রাজনৈতিক সভা সমিতিতে কাটছাঁট করছে দলগুলি। এই আবহে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা জনসভা করবেন পাঁচশো জনের জমায়েত নিয়ে। এদিকে কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গে নিজের সব সভা বাতিল করেন রাহুল গান্ধী।
সাক্ষাৎকারে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা আরও বলেন, এই সরকার আইএসআইয়ের সঙ্গে কথা বলতে পারে। দুবাইয়ে আইএসআইয়ের সঙ্গে কথা বলে সরকার। তাহলে বিরোধী নেতাদের সঙ্গে কেন কথা বলেন না? আমার মনে হয় না এখানে এমন কোনও বিরোধী নেতা আছেন যাঁরা গঠনমূলক এবং ইতিবাচক পরামর্শ দিতে পারেন না।'
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। করোনা আক্রান্ত প্রিয়াঙ্কার ভাই রাহুল। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিংও করোনা আক্রান্ত হন।
এই আবহে দিন কয়েক আগে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে টিকাকরণে জোর দেওয়ার আবেদন করেন মনমোহন সিং। পাশাপাশি করোনা ঠেকাতে মোদীকে বেশ কয়েকটি পরামর্শ দেন তিনি। সেই বিষয়ে প্রিয়াঙ্কা বলেছেন, 'মনমোহন সিং ১০ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সবাই জানে তিনি কতটা সম্ভ্রান্ত। দেশ যখন প্যানডেমিকের চ্যালেঞ্জের মুখে তখন মনমোহন সিং কিছু পরামর্শ দিয়েছিলেন। তাঁর পরামর্শগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।'