বাংলা নিউজ > ঘরে বাইরে > Promotions: পদোন্নতি সংক্রান্ত জট কাটতে চলেছে, প্রমোশন পাবেন অধ্যাপকরা

Promotions: পদোন্নতি সংক্রান্ত জট কাটতে চলেছে, প্রমোশন পাবেন অধ্যাপকরা

বিহারে অধ্যাপকদের পদোন্নতি নিয়ে নয়া উদ্যোগ। প্রতীকী ছবি- IOAA (IOAA)

২০২১ সালের জুলাই মাস পর্যন্ত শতাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদোন্নতি স্থগিত হয়ে যায়। পরে রাজভবনের তরফে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। এবার সব মিলিয়ে ক্যাবিনেটের সিদ্ধান্ত মিলতে অন্তত মাস ছয়েক সময় লেগে গেল।

অরুণ কুমার

গত সপ্তাহে বিহার মন্ত্রিসভা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম ২০১৮ নিয়ে সবুজ সংকেত দিয়েছে। এবার বিহারের বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদোন্নতির ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে এনিয়ে নোটিফিকেশন করা হবে বলে খবর।

২০২১ সালের জুলাই মাসে শিক্ষা দফতরের একটি নির্দেশিকার জেরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশন স্থগিত করা ছিল। কার্যত লাল ফিতের ফাঁসে আটকে ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি।

এদিকে পদোন্নতি না হওয়ার জেরে শিক্ষকদের মধ্যে প্রবল অসন্তোষ শুরু হয়েছিল। এদিকে অ্যাডভোকেট জেনারেলের পাশাপাশি রাজ্য উচ্চ শিক্ষা দফতরও জানিয়ে দিয়েছিল এভাবে শিক্ষকদের পদোন্নতি আটকে দেওয়াটা ঠিক নয়।

এদিকে কিছু বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২১ সালে CAS এর ভিত্তিতে অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে প্রমোশন দেওয়া হয়েছিল। এরপর সরকারি নির্দেশে আচমকাই প্রমোশন বন্ধ করে দেওয়া হয়। এনিয়ে শিক্ষকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়। এদিকে ২০২০ সালের মার্চ মাসে পটনা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৬ মাসের বেশি সময় ধরে পদোন্নতিকে আটকে রাখা যাবে না। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনও যাবতীয় জট কাটাতে উদ্যোগী হয়েছিল। পাশাপাশি শূন্যপদে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছিল।

এদিকে ২০২১ সালের জুলাই মাস থেকে শতাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদোন্নতি স্থগিত হয়ে যায়। পরে রাজভবনের তরফে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। এবার সব মিলিয়ে ক্যাবিনেটের সিদ্ধান্ত মিলতে অন্তত মাস ছয়েক সময় লেগে গেল। অ্য়াডিশনাল চিফ সেক্রেটারি দীপক কুমার সিং জানিয়েছেন, কিছুদিনের মধ্যে রাজভবনের তরফে একটি নতুন নোটিফিকেশন জারি করা হবে। তিনি জানিয়েছেন, রাজভবন ইতিমধ্যেই আগের নির্দেশটি বাতিল করে দিয়েছে। এবার মন্ত্রিসভার সম্মতির ভিত্তিতে নয়া নোটিফিকেশন জারি করা হবে।

এদিকে অধ্যাপকদের পদোন্নতি নিয়ে জট ক্রমশ জটিল আকার ধারণ করেছিল। এনিয়ে সমস্যায় পড়ছিলেন বিহারের অধ্যাপকরা। কেন তাঁদের প্রমোশন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে এবার কিছুটা হলেও স্বস্তিতে অধ্যাপকরা। মন্ত্রিসভা এনিয়ে সবুজ সংকেত দিয়েছে। সেক্ষেত্রে দ্রুত জট কাটতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ে যে বকেয়া পদোন্নতি গুলি রয়েছে সেগুলি এবার পূরণ করা হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাজভবনের তরফে নয়া নির্দেশিকা কী জারি করা হয় সেদিকেই নজর অধ্য়াপকদের। নিঃসন্দেহে নতুন বছরে এটা বড় উপহার।

 

পরবর্তী খবর

Latest News

বাড়ি থেকে কাজ বন্ধ! কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসার নির্দেশ দিল উইপ্রো আমির পুত্রর সঙ্গে জমিয়ে প্রেম করছেন শ্রীদেবী কন্যা! জুনেইদ-খুশির পাকা দেখা কবে? ঘোমটা মাথায় ঝরঝরে ইংরেজি বললেন গ্রাম প্রধান, চমকে উঠে হাততালি দিলেন IAS টিনা Ola Electric Scooter দেখে হতাশ গ্রাহক! লিখলেন, ‘দয়া করে এটি কিনবেন না’ ‘আমাদের প্রথম পছন্দ ও’! খারাপ সময় দাদার মতো লোকেশের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক… একবারেই ১ লাখ টাকা! প্রভিডেন্ড ফান্ডে ‘ডবল’ হল সুবিধা, আরও ১ পরিবর্তন কেন্দ্রের শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল বন্যার আশঙ্কা বাড়তেই ১০ জেলায় একঝাঁক শীর্ষ আধিকারিক পাঠাচ্ছে নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.