
কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলায় সায় কেজরিওয়াল সরকারের
১ মিনিটে পড়ুন . Updated: 28 Feb 2020, 07:37 PM ISTজেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে ২০১৬ সালে দেশদ্রোহিতার অভিযোগে মামলায় সম্মতি দিল দিল্লি সরকার।
জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে ২০১৬ সালে দেশদ্রোহিতার অভিযোগে মামলায় সম্মতি দিল দিল্লি সরকার।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে ২০১৬ সালে দেশদ্রোহিতার অভিযোগে মামলায় সম্মতি দিল দিল্লি সরকার।
মাত্র ৯ দিন আগেই কানহাইয়ার বিরুদ্ধে ২০১৬ সালে জেএনইউ-তে দেওয়া ভাষণের সুবাদে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করার অনুমোদন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গত ১৯ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চায় দিল্লির আদসেই সঙ্গে দিল্লি সরকারকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশও দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ এপ্রিল ধার্য করা হয়েছে।
এর আগের শুনানিতে আম আদমি পার্টি সরকারের তরফে জানানো হয়েছিল, কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করার অনুমোদন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তরফে বলা হয়েছিল যে, ফাইলটি সেই সময় দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈনের কাছে রয়েছে।
জানা গিয়েছে, কানহাইয়ার বিরুদ্ধে সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলনে জেএনইউ ক্যাম্পাসের ভিতরে দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল।ালত।