
বুধবার কেন্দ্রের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা কৃষক নেতাদের, খসড়া পেলে পরবর্তী পদক্ষেপ
১ মিনিটে পড়ুন . Updated: 09 Dec 2020, 11:13 AM IST- কেন্দ্রের তরফে খসড়া পাঠানোর পরে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল ঘোষণা করলেন বিক্ষুব্ধ কৃষকা। এ দিন সকালে ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের আলোচনায় কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। তার জেরে কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করানো তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অটল রয়েছেন কৃষকরা। কেন্দ্রের তরফে এই বিষয়ে খসড়া পাঠানোর পরে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।
এ দিন টিকাইত বলেন, ‘কেন্দ্র আমাদের খসড়া পাঠানোর পরে বৈঠকের আয়োজন করা হবে। সেখানে এই খসড়া নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি আজ বিকেল ৪-৫টার মধ্যে সব কিছু পরিষ্কার বোঝা যাবে।’