একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করলেন না। তবে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে, তা কার্যত বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে আন্তর্জাতিক মহলকে মোদী বার্তা দিলেন, যুদ্ধ হচ্ছে না মানেই যে শান্তি বিরাজ করছে, সেটা মোটেও নয়। আড়াল থেকে যুদ্ধেরও ভয়ঙ্কর প্রভাব আছে। যা মারাত্মক হিংসাত্মক হয়।
শুক্রবার নয়াদিল্লিতে 'নো মানি ফর টেরর' সম্মেলনে মোদী বলেন, ‘মূল থেকে সন্ত্রাসবাদের নির্মূল করতে আরও কার্যকরী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। যদি নিজেদের নাগরিকদের সুরক্ষিত করতে চান, তাহলে কখন সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হবে এবং তারপর পদক্ষেপ করব, সেই মনোভাবে এগিয়ে গেলে হবে না। আগে থেকেই সন্ত্রাসবাদীদের নিশানা করতে হবে। জঙ্গিদের সহযোগী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে আমাদের এবং ওদের অর্থ সহায়তার রাস্তা বন্ধ করে দিতে হবে।'
মোদী বলেন, 'এটা সবাই জানে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি বিভিন্ন সূত্র থেকে অর্থ সাহায্য পায়। তেমনই একটি সূত্র হল রাষ্ট্রের মদত। নিজেদের বৈদেশিক নীতি হিসেবে কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদত জোগায়। ওই দেশগুলি জঙ্গিদের রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা প্রদান করে। আন্তর্জাতিক সংগঠনগুলি যেন এটা না ভাবে যে যুদ্ধ হচ্ছে না বলেই শান্তি বিরাজ করবে। আড়াল থেকে যুদ্ধ করা বা প্রক্সি-ওয়ার অত্যন্ত বিপজ্জনক এবং হিংসাত্মক।’
আরও পড়ুন: Rajnath Singh on Terrorism: ‘উচ্চশিক্ষিত হয়েও কেউ জঙ্গি হতে পারে', ৯/১১ হামলার রেশ টেনে বললেন রাজনাথ
সেখানেই থামেননি মোদী। তিনি সাফ জানান, যে দেশগুলি সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে, সেই দেশগুলিকে কঠিন মূল্য চোকাতে হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশগুলি নিজেদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের প্রতি রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা প্রদান করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।'