
পাক পার্লামেন্টে কবুল করার পরেই পুলওয়ামা হানা সম্পর্কে সত্য প্রকাশ পায়, দাবি মোদীর
১ মিনিটে পড়ুন . Updated: 31 Oct 2020, 10:56 AM IST- প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সমর্থকদের থেকে নিয়মিত হুমকি শুনতে হচ্ছে ভারত তথা গোটা বিশ্বকে।
পাকিস্তানের পার্লামেন্টে স্বীকারোক্তি ফাঁস হওয়ার পরেই বিশ্ববাসী পুলওয়ামা হামলার কথা জানতে পেরেছিল। শনিবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সমর্থকদের থেকে নিয়মিত হুমকি শুনতে হচ্ছে ভারত তথা গোটা বিশ্বকে।
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫ তম জন্মবার্ষিকীতে এ দিন তাঁর ১৮২ মিটার উচ্চতার মূর্তির পাদদেশে পুস্পস্তবক অর্পণ করার পরে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
কোভিড অতিমারী পরিস্থিতিতে ভারতের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে নমো বলেন, ২০১৯ সালে কেউ কল্পনাও করতে পারেননি যে এই ভয়াবহ সংক্রমণ বিশ্বজুড়ে অতিমারীর চেহারা নেবে। কিন্তু ভারত তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে লড়ে চলেছে।