করোনা সংক্রমণের হটস্পট শিরোপা হারাল মুম্বই। সম্প্রতি পুনে ও ঠানের তুলনায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমেছে দেশের বাণিজ্য রাজধানীতে।
মুম্বই নয়, অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যায় বর্তমানে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রের অন্য দুই জেলা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মুম্বইতে সেই সংখ্যা এখন ২২,৭৭৩, পুনেতে ২৩,৭৩৮ এবং ঠানেতে ৩৪,০০৬ জন।
তবে ধীরে ধীরে এক লাখ আক্রান্তের গণ্ডি ছুঁতে চলেছে মুম্বই। মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসেব বলছে, শহরে মোট আক্রান্তের সংখ্যা ৯৫,১০০ জন। তার মধ্যে ৬৬,৬৩৩ জন সেরে উঠেছেন আর ৫,৪০৫ সংক্রমণে মারা গিয়েছেন।
প্রতিদিন মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন (MMR) থেকে একঝাঁক নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। যদিও গত দুই সপ্তাহ যাবৎ এই হার কমেছে। মুম্বই শহর বাদ দিয়ে MMR এলাকার রোগীরাই মোট আক্রান্তের ৪১% জুড়ে ছিলেন। সম্প্রতি তা নেমে এসে ২৮.৭৬% হয়েছে। অন্য দিকে, মঙ্গলবার পর্যন্ত মাত্র ৯৫৪ জন রোগীর সুবাদে মোট সংখ্যার ১৪% দখলে ছিল বাণিজ্যনগরীর।
সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় মুম্বই সংলগ্ন বোরিভালি, কান্ডিভালি, মুলুন্দের মতো ৯টি পুর এলাকায় নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে Covid-19 রোগীর সংখ্যা ২,৬৭,৬৬৫, যার মধ্যে ১,৪৯,০০৭ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা আপাতত ১.০৭,৬৬৫।
মুম্বই ও পুনে ছাড়া মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ শহর, জলগাঁও, নাসিক শহর, আহমেদনগর, ধুলে ও সোলাপুরে সংক্রমণের বাড়াবাড়ি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।