বাংলা নিউজ > ঘরে বাইরে > Court’s Controversial Notice: শুনানির সময় মহিলা আইনজীবীদের চুল ঠিক করার উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করে বিতর্কে পুনের আদালত!

Court’s Controversial Notice: শুনানির সময় মহিলা আইনজীবীদের চুল ঠিক করার উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করে বিতর্কে পুনের আদালত!

শুনানির সময় মহিলা আইনজীবীদের চুল ঠিক করার উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করে বিতর্কে জড়ায় পুনের আদালত (প্রতীকী ছবি - Pixabay)

গত ২০ অক্টোবর একটি উদ্ভট নোটিশ জারি করে মহিলা আইনজীবীদের তাদের চুল ‘ঠিক না করার’ জন্য বলা হয়েছিল পুনে জেলা আদালতের তরফে।

শুনানির সময় মহিলা আইনজীবীদের চুল ঠিক করার উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করা হল পুনে জেলা আদালতে। জানা গিয়েছে, গত ২০ অক্টোবর একটি উদ্ভট নোটিশ জারি করে মহিলা আইনজীবীদের তাদের চুল ‘ঠিক না করার’ জন্য বলা হয়েছে। এই নির্দেশের কারণ হিসেবে বলা হয়েছে, ‘মহিলা আইনজীবীরা চুল ঠিক করার সময় আদালতের কাজে ব্যাঘাত ঘটে।’ যদিও সূত্রের খবর, এই নোটিশ নিয়ে আপত্তি তোলার পর শনিবার এটি প্রত্যাহার করা হয়।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযয়ী, নোটিশে লেখা ছিল, ‘বারবার লক্ষ্য করা হচ্ছে যে নহিলা আইনজীবীরা খোলা আদালতে চুল ঠিক করছেন। এতে আদালতের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। তাই মহিলা আইনজীবীদের এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।’ আদালত সূত্রের দাবি, নোটিশটি কেবলমাত্র আদালতের সাজসজ্জা বজায় রাখার জন্য জারি করা হয়েছিল। কারও অনুভূতিকে আঘাত দেওয়ার উদ্দেশ্য এই নোটিশ জারি করা হয়নি।

এদিকে নোটিশটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বুঝতে পেরেই বিতর্ক এড়াতে সেটি প্রত্যাহার করা হয়েছে। এদিকে জারি হওয়া নোটিশের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই নির্দেশিকায় পুনে জেলা আদালতের রেজিস্ট্রারের স্বাক্ষর রয়েছে। এই নিয়ে এক বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং টুইট করে লেখেন, ‘বাহ, দেখুন! মহিলা উকিলদের কারণে কে এবং কেন মনযোগ হারান।’

বন্ধ করুন