মহারাষ্ট্রের পুনেতে ব্যাপক বৃষ্টির জেরে ইতিমধ্য়েই বেশ কিছু এলাকা বিপর্যস্ত। তারই মধ্যে এক মহিলা সেখানের সাতারা ঘাটে সেলফি তুলতে গিয়ে আচমকাই পড়ে যান ১০০ ফুট গভীর নয়ানজুলিতে। রিপোর্টে বলা হচ্ছে, তিনি সাতারা ঘাটে সেলফি নিতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে যান। তাঁর উদ্ধারের ভিডিয়ো ভাইরাল।
জানা গিয়েছে, যে মহিলা পড়ে গিয়েছিলেন তাঁকে উদ্ধার করতে তৎপর হন অনেকে। স্থানীয়রা জড়ো হয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে আনে। সেই দৃশ্যের ভিডিয়ো ক্রমাগত ভাইরাল হয়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই মহিলাকে দড়ি ফেলে উদ্ধার করা হয়। তবে মহিলা দড়ি ধরে উপরে উঠতে গিয়েও বেগ পান। মাঝখানে পড়েও যান। সেই জায়গা থেকে তাঁকে তুলে আনা হয়। ২৯ বছর বয়সী এই মহিলার ঘটনা সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। পুলিশ জানিয়েছে, মহিলা আহত হয়েছেন এবং তাঁকে স্থানীয় বাসিন্দা এবং হোম গার্ডরা উদ্ধার করার পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই মহিলা সাতারার বোর্ন ঘাটে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। শনিবার এই ঘটনা ঘটে। সেখানেই বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন মহিলা। উল্লেখ্য, এই বোর্ন ঘাটে যাওয়ার বিষয়ে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে স্থানীয় প্রশাসনের। তারপরও মহিলা সেখানে পৌঁছন। যা নিয়ে বেশ কিছুটা তোলপাড় হয়।
কিছুদিন আগেই এই ধরনের আরও এক ঘটনা ঘটে। মুম্বইয়ের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আনভি কামদার ভিডিয়ো করতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যান। ২৭বছর বয়সী ওই চার্টার্ড অ্যাকাউন্টান্ট বর্ষার মরশুমে বন্দউদের সঙ্গে গিয়েছিলেন ছুটি কাটাতে। তিনি সেখানে ৩০০ ফুট গভীর নয়ানজুলিতে পড়ে যান। মানগাঁওয়ের বিখ্যাত কুম্ভে জলপ্রপাতের কাছে সেই দুর্ঘটনা ঘটেছিল। কামদার চারপাশের নৈসর্গিক পরিবেশের একটি ভিডিয়ো করছিলেন, যখন তিনি পিছলে গিয়ে খাদে পড়ে যান। তাঁর বন্ধুরা তাঁকে সতর্কও করেন, পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।