জনসধারণের এসএমএস ভোটের মাধ্যমে পঞ্জাবে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর নাম যে ঘোষণা করা হবে তা আগেই জানিয়েছিল কেজরিওয়াল শিবির। আর তার কয়েকদিন কাটতেই মঙ্গলবার আম আদমি পার্টি জানিয়ে দিয়েছে চান্নি-গড়ে তাঁদের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে কারা নামছেন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে আম আদমি পার্টির প্রার্থী তালিকা। যেখানে ভগবন্ত মানকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীপদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, চণ্ডীগড় পুরসভা ভেটের অঙ্কে আম আদমি শিবিরের পাল্লা ভারী হওয়ার পর দলের তরফে রাঘব চঢ্ঢা বলেছিলেন, ‘পঞ্জাবে পিকচার বাকি আছে। ’ যদিও শেষমেশ রুদ্ধশ্বাস চণ্ডীগড় পুরনিগমের ভোটে মেয়রের আসন ছিনিয়ে নিতে পারেনি আপ, তবুও পঞ্জাব ভোটে তারা কংগ্রেস-বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার প্রস্তুতি তুঙ্গে রেখেছে। সেই জায়গা থেকে পঞ্জাব ভোটকে কার্যত পাখির চোখ করে রেখেছে কেজরিওয়াল শিবির। দিল্লির বাইরে আপ-এর জোরালো ছাপ আরও স্পষ্ট করতে আপাতত পঞ্জাব ভোট আপ শিবিরের ফোকাসে। এদিকে, জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের মতোই আপ সরব হলেও, পঞ্জাবের মাটিতে চান্নি-সিধু শিবিরকে একহাত নিতে প্রস্তুত আম আদমি পার্টি। এই সমীকরণের জায়গা থেকে এদিন চান্নি-গড় পঞ্জাবে ভোট ঘিরে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল এদিন ঘোষণা করেছেন প্রার্থীপদের তালিকা। এর আগে , পঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে কে থাকবেন, তা নিয়ে এসএমএস-এর মাধ্যমে ভোট গ্রহণ করে পার্টি। অরবিন্দ কেজরিওয়াল জানান , এই প্রার্থী বাছাইয়ে পার্টি ২২ লাখ প্রতিক্রিয়া পেয়েছে এসএণএস-এর মাধ্যমে।
এর আগেই, কেজরিওয়াল জানিয়েছিলেন যে পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর পছন্দ সেরাজ্যের আপ প্রধান ভগবন্ত মানকেই। তবে সংরুরের সাংসদ ভগবন্ত মান নিজে জানিয়েছিলেন যে, এই বিষয়ে জনমত নেওয়া হোক। সেই নিরিখেই চলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জনমত সংগ্রহের পালা। আর তারপরই ভোট আঙিনায় কংগ্রেসের চরণজিৎ চান্নিদের চ্যালেঞ্জ জানিয়ে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভগবন্ত মানকে ময়দানে নামাচ্ছে আপ। আপাতত আপ-এর মান- বাঁচানোর লড়াইতে ভগবন্ত কতটা এগিয়ে যেতে পারেন পঞ্জাবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।