বাংলা নিউজ > ঘরে বাইরে > পঞ্জাব বিধানসভা ভোট ২০২২ : চান্নি-গড়ে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান

পঞ্জাব বিধানসভা ভোট ২০২২ : চান্নি-গড়ে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান

ভগবন্ত মান। ছবি সৌজন্য এএনআই।

মঙ্গলবার আম আদমি পার্টি জানিয়ে দিয়েছে চান্নি-গড়ে তাঁদের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে কারা নামছেন। প্রকাশিত হয়েছে তালিকা।

জনসধারণের এসএমএস ভোটের মাধ্যমে পঞ্জাবে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর নাম যে ঘোষণা করা হবে তা আগেই জানিয়েছিল কেজরিওয়াল শিবির। আর তার কয়েকদিন কাটতেই মঙ্গলবার আম আদমি পার্টি জানিয়ে দিয়েছে চান্নি-গড়ে তাঁদের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে কারা নামছেন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে আম আদমি পার্টির প্রার্থী তালিকা। যেখানে ভগবন্ত মানকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীপদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, চণ্ডীগড় পুরসভা ভেটের অঙ্কে আম আদমি শিবিরের পাল্লা ভারী হওয়ার পর দলের তরফে রাঘব চঢ্ঢা বলেছিলেন, ‘পঞ্জাবে পিকচার বাকি আছে। ’ যদিও শেষমেশ রুদ্ধশ্বাস চণ্ডীগড় পুরনিগমের ভোটে মেয়রের আসন ছিনিয়ে নিতে পারেনি আপ, তবুও পঞ্জাব ভোটে তারা কংগ্রেস-বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার প্রস্তুতি তুঙ্গে রেখেছে। সেই জায়গা থেকে পঞ্জাব ভোটকে কার্যত পাখির চোখ করে রেখেছে কেজরিওয়াল শিবির। দিল্লির বাইরে আপ-এর জোরালো ছাপ আরও স্পষ্ট করতে আপাতত পঞ্জাব ভোট আপ শিবিরের ফোকাসে। এদিকে, জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের মতোই আপ সরব হলেও, পঞ্জাবের মাটিতে চান্নি-সিধু শিবিরকে একহাত নিতে প্রস্তুত আম আদমি পার্টি। এই সমীকরণের জায়গা থেকে এদিন চান্নি-গড় পঞ্জাবে ভোট ঘিরে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল এদিন ঘোষণা করেছেন প্রার্থীপদের তালিকা।  এর আগে , পঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে কে থাকবেন, তা নিয়ে এসএমএস-এর মাধ্যমে ভোট গ্রহণ করে পার্টি। অরবিন্দ কেজরিওয়াল জানান , এই প্রার্থী বাছাইয়ে পার্টি ২২ লাখ প্রতিক্রিয়া পেয়েছে এসএণএস-এর মাধ্যমে। 

এর আগেই, কেজরিওয়াল জানিয়েছিলেন যে পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর পছন্দ সেরাজ্যের আপ প্রধান ভগবন্ত মানকেই। তবে সংরুরের সাংসদ ভগবন্ত মান নিজে জানিয়েছিলেন যে, এই বিষয়ে জনমত নেওয়া হোক। সেই নিরিখেই চলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জনমত সংগ্রহের পালা। আর তারপরই ভোট আঙিনায় কংগ্রেসের চরণজিৎ চান্নিদের চ্যালেঞ্জ জানিয়ে  আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভগবন্ত মানকে ময়দানে নামাচ্ছে আপ। আপাতত আপ-এর মান- বাঁচানোর লড়াইতে ভগবন্ত কতটা এগিয়ে যেতে পারেন পঞ্জাবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।  

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

IND vs BAN 1st Test Day 3 Live: ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের ৩য় দিনের খেলা শুরু মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের? 'অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি…' মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন কৌশানী আজ কারা সঙ্গীর আচরণে উত্থান-পতন দেখতে পাবেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.