ইউপি, বিহারকে ভাইয়ো! প্রচারে বেরিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির এই মন্তব্যকে ঘিরে তুমুল শোরগোল পড়ে যায়। এবার চান্নি নিজেই সেই মন্তব্যের ব্য়াখ্য়া দিলেন। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি জানিয়েছেন,যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পঞ্জাবে আসেন তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে।তিনি বলেন, আমি সেই সব মানুষদের কথা বলছিলাম যাঁরা বাইরে থেকে আসেন, এখানে গন্ডগোল পাকান। ইউপি, বিহার, রাজস্থান থেকে প্রচুর মানুষ পঞ্জাবে আসেন। কাজ করেন। তাঁদের প্রতি আমার ভালোবাসা আছে। সুতরাং এটা অন্যভাবে উপস্থাপনা করা ঠিক নয়।
তবে এনিয়ে ভোটের মুখে তুমুল শোরগোল পঞ্জাবে। বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। তাঁদের দাবি পঞ্জাবে পরিযায়ী শ্রমিক হিসাবে বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা কাজ করতে আসেন তাদেরকে তিনি অপমান করেছেন। এনিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও নিশানা করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি চান্নি যখন বিহার উত্তরপ্রদেশ থেকে আসা বহিরাগতদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছিলেন তখন মঞ্চে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই মন্তব্য শুনে হাততালি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ। তাবড় বিজেপি নেতৃত্ব এনিয়ে কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা করছেন। তবে তড়িঘড়ি এনিয়ে সাফাই দিলেন চরণজিৎ সিং চান্নি।