গতকাল গভীর রাতে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে একটি বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে দু'জন বাইক আরোহী মন্দিরে একটি বিস্ফোরক ছুড়ে দিয়ে যায়। যদিও এই হামলার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নাম নেন শীর্ষ পুলিশ কর্তা। এদিকে মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান বলেন, পঞ্জাবে শান্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে অনেকে। (আরও পড়ুন: ইউনুস ও রাষ্ট্রসংঘ প্রধানের ইফতারি পার্টিতে 'অব্যবস্থা'? মৃত ১ রোহিঙ্গা, জখম ২)
আরও পড়ুন: ডাহা মিথ্যা বলল পাকিস্তান! বালোচিস্তানে ট্রেন হাইজ্যাকে নিহত ২১৪ বন্দি?
মন্দিরে এই বিস্ফোরণ নিয়ে অমৃতসরের কমিশনার জিপিএস ভুলার বলেন, 'আমরা ভোররাত ২টায় খবর পেয়েছিলাম। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছিলাম। ফরেনসিক দলকে ডাকা হয়েছিল... আমরা সিসিটিভি পরীক্ষা করে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। বিষয়টি হল পাকিস্তানের আইএসআই আমাদের যুবকদের পঞ্জাবে অশান্তি সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে। আমরা কয়েক দিনের মধ্যে এই মামলার যাবতীয় তথ্য খুঁজে বের করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আমি যুবকদের সতর্ক করছি... তারা যেন নিজেদের জীবন নষ্ট না করে। শীঘ্রই আমরা তাদের আসামিদের গ্রেফতার করব।' (আরও পড়ুন: ভারতের ৪ প্রতিবেশী দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে USA)
আরও পড়ুন: বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের মুখে, জোর 'ধমক' ভারতের
ঘটনা প্রসঙ্গে ভাগবন্ত মান বলেন, 'পঞ্জাবের শান্তি বিঘ্নিত করার জন্য সর্বদাই নানা অপচেষ্টা চলছে। মাদক, গুন্ডা, চাঁদাবাজি এর অংশ। এবং সেখানে দেখানোর চেষ্টা করা হয় যে পঞ্জাব একটি অশান্ত রাজ্যে পরিণত হয়েছে... অন্যান্য রাজ্যে হোলি উৎসবের সময় মিছিলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কিন্তু পঞ্জাবে এমন ঘটনা ঘটে না... পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।' এদিকে পঞ্জাবের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন, 'কিছু দুষ্কৃতী মধ্যরাত ১২টার পরে একটি মন্দিরে গ্রেনেড নিক্ষেপ করে যায়। ঘটনায় কেউ নিহত বা জখম হননি... পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে... দুইজনকে চিহ্নিত করা হয়েছে... পুলিশ কাজ করছে; একদিনের মধ্যে তাদের ধরা হবে...'। (আরও পড়ুন: বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'?)
আরও পড়ুন: মেধাবী ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল USA-র, কে এই রঞ্জনি শ্রীনিবাসন?
আরও পড়ুন: হোলির উপহার! রাজ্য সরকারের অধীনে থাকা এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল
এদিকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে বোমা হামলার তীব্র নিন্দা জানাই। আম আদমি পার্টি সরকার সীমান্তবর্তী শহরে বারবার বিস্ফোরণের ঘটনা রোধ করতে ব্যর্থ হয়েছে। পঞ্জাবের আইনশৃঙ্খলার অবনতি গুরুতর উদ্বেগের বিষয়।'