বাংলা নিউজ > ঘরে বাইরে > Purchase Of Military Equipment: দেশীয় সংস্থা থেকে ৮.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের

Purchase Of Military Equipment: দেশীয় সংস্থা থেকে ৮.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের

দেশীয় সংস্থা থেকে ৮.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের (REUTERS)

এই অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। সেই বৈঠকেই এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে ৮.৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭০ হাজার ৫২০ কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি বন্দুক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এ গোটা বরাত দেশীয় সংস্থাগুলিকে দেওয়া হয়েছে। অর্থাৎ, সামরিক খাতে আত্মনির্ভরতার পথেই হাঁটতে চলেছে ভারত। এর থেকেই স্পষ্ট, নিজেদের প্রযুক্তির ওপর ভরসা রেখেই চিন এবং পাকিস্তানের মোকাবিলা করতে সেনাকে প্রস্তুত রাখবে সরকার। উল্লেখ্য, এই অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। সেই বৈঠকেই এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়। (আরও পড়ুন: নবান্নর ডিএ আন্দোলনকারীদের নিজে চিনে নিতে চান মমতা, নেবেন কি কড়া ব্যবস্থা?)

এদিকে পাকিস্তান ও চিনকে কৌশলগগত ভাব চাপে রাখতে উল্লেখযোগ্য ভাবে নৌবাহিনীকে শকিশালী করার দিকে মন দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ৫৬০ বিলিয়ন টাকা খরচ করা হবে নৌসেনার জন্য। মূলত ভারত মহাসাগরে চিনা গতিবিধি প্রতিরোধ করতেই এই খাতে এত বরাদ্দ বলে অনুমান বিশ্লেষকদের। অনুমোদিত ক্রয়ের তালিকায় রয়েছে ২০০টি অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার এবং নৌবাহিনীর জন্য ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এদিকে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে ভারতে ডিজেল সামুদ্রিক ইঞ্জিন তৈরির অনুমোদনও দেওয়া হয়েছে। ভারতে এই প্রথম এই ধরনের সামুদ্রিক ইঞ্জিন তৈরি করা হবে। (আরও পড়ুন: বাংলায় বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ আদানির, হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জমা টেন্ডার)

আরও পড়ুন: সরাসরি তৃণমূলকে তোপ, 'আমরাই হব প্রিসাইডিং অফিসার', হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের

এদিকে সুখোই-৩০এমকেআই ফাইটার জেট দ্বারা ব্যবহৃত দীর্ঘ পাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্রের জন্যও অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। এই অস্ত্রের জন্য আবেদন জানিয়েছিল বিমান বাহিনী। সেই প্রস্তাবেই অনুমোদন দিয়েছেন রাজনাথ সিং। এদিকে সেনাবাহিনীর প্রস্তাব অনুযায়ী, ১৫৫ মিলিমিটার ৫২ ক্যালিবারের ৩০৭টি টোওড আর্টিলারি গান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও উচ্চ গতিশীল সামরিক যানবাহন এবং বন্দুক টোয়িং যানবাহন কেনার অনুমোদন পেয়েছে সেনাবাহিনী।

বন্ধ করুন