পুরীর রথযাত্রায় একেবারে উপচে উঠল ভিড়। লোকে লোকারণ্য পরিস্থিতি। আর তার মধ্যেই এক ভক্তের মৃত্যু হয়েছে বলে খবর। দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এদিকে এতটাই ভিড় হয়েছিল যে একেবারে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। সোর্স মারফৎ এমনটাই জানা গিয়েছে। খবর এনডিটিভি, মিন্টের প্রতিবেদন অনুসারে।
এদিকে পুরীতে রথ টানার সময় এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। তবে এনিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে এবার পুরীর রথকে কেন্দ্র করে হাজার হাজার পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। সন্ধ্যা ৫টা ২০ মিনিট নাগাদ রথের রশি টানার কাজ শুরু হয়। পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী রথের সামনে এসেছিলেন। এরপর পুরীর প্রতীকী রাজা রথের সামনে ঝাঁট দেন। তারপরই শুরু হয় রথযাত্রা। এটাই প্রথা।
এদিকে পুরীর অন্যতম বড় সড়ক ধরে যাচ্ছিল রথ। সেই সময় বড়া ডান্ডা এলাকায় প্রচন্ড ভিড় ছিল। সেই সময় একজন অসুস্থ হয়ে পড়েন। ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে। ভগবান বলভদ্রের রথ যখন টানা হচ্ছিল তখনই এই বিপত্তি।
এদিকে ঘটনার পরেই প্রশাসন দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
এদিকে মন্ত্রী কৃষ্ণ চন্দ্র পাত্র জানিয়েছেন, দুদিন ধরে রথযাত্রা হবে। ৭ জুলাই আর ৮ জুলাই। রাষ্ট্রপতি এসেছিলেন। এদিন রথ খুব কম সময়ের জন্য টানা হয়েছে। কাল সারাদিন ধরে রথ টানা হবে।
এদিকে পুরীর রথকে ঘিরে গোটা দেশ জুড়েই উন্মাদনা থাকে। কেউ একেবারে সরাসরি পুরীতে গিয়ে রথে জগন্নাথ দর্শন করতে চান। কেউ আবার দূর থেকে টিভিতে, অনলাইনে পুরীর রথযাত্রা দেখেন। প্রতি বছরের মতো এবারও পুরীর রথযাত্রায় ব্যাপক ভিড় হয়েছিল। একেবারে উপচে পড়ে ভক্তদের ভিড়।
এদিন রথের সামনে ঝাঁট দেওয়ার পরে কাঠের ঘোড়া যুক্ত হয় রথের সঙ্গে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই তিন রথের চারদিকে পরিক্রমা করেন।
এদিকে বাংলাদেশেও এবার রথযাত্রার অনুষ্ঠানে ৫জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রার অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৫জন। মৃতদের মধ্য়ে মহিলা রয়েছেন ৩জন ও পুরুষ রয়েছেন ২জন।
বগুড়ায় সেউজবাড়ি ইসকন মন্দির থেকে বিকেল ৫টায় রথযাত্রাটি বের হয়েছিল। পথে পড়ে আমতলা মোড়। সেখানে রথের চূড়াটি রাস্তার উপরে থাকা হাইভোল্টেজ তারের সঙ্গে ঠেকে যায়। এদিকে রথের মাথার কিছুটা অংশ ছিল স্টিলের। সেটার সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ হতেই তারে আগুন লেগে যায়। এদিকে তার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়েন। রথেই চেপে ছিলেন তাঁরা। বিদ্যুৎস্পৃষ্ঠ হন তাঁরা। রথ থেকে ছিটকে তাঁরা পড়ে যান।