বাংলা নিউজ > ঘরে বাইরে > Puri Rathyatra 2022: পুরীর রথযাত্রায় ১৪ লক্ষের সম্ভাব্য ভিড়, করোনা রুখতে বহু বন্দোবস্ত প্রশাসনের

Puri Rathyatra 2022: পুরীর রথযাত্রায় ১৪ লক্ষের সম্ভাব্য ভিড়, করোনা রুখতে বহু বন্দোবস্ত প্রশাসনের

রথযাত্রায় এবার পুরীতে পুরনো ছবি দেখা যেতে পারে। (ফাইল ছবি)

অতিমারীর দাপট পিছু ছাড়লেও করোনার সংক্রমণের থাবা এখনও পিছু ছাড়েনি। আর সেই কথা মাথায় রেখে ওড়িশার পট্টনায়ক প্রশাসন এবার কড়া বন্দোবস্ত রেখেছে পুরীতে।

গত ২ বছর অতিমারীর দাপটে দেশ দেখেছে ভয়াবহ মড়ক! যাবকীয় উৎসবের মরশুমে যখন রাস্তা ভিড়ে ঠাসা থাকত, সেই মরশুমেই দেশের নানান রাস্তা ফাঁকা ছিল করোনা লকডাউনের জেরে। তবে অভিশপ্ত সময় কাটিয়ে এবার পুরীর রথযাত্রা ফিরছে চেনা ছবি নিয়ে।

অতিমারীর দাপট পিছু ছাড়লেও করোনার সংক্রমণের থাবা এখনও পিছু ছাড়েনি। আর সেই কথা মাথায় রেখে ওড়িশার পট্টনায়ক প্রশাসন এবার কড়া বন্দোবস্ত রেখেছে পুরীতে। এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে যা খবর, তাতে ১ জুলাই রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে ১৪ লক্ষ মানুষের ভিড় হতে পারে। শহরে ভক্ত সমাগম দেখে তেমনই তথ্য উঠে আসছে। এই সংখ্যা কার্যত পুরীর আগের ভিড়ের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। তবে প্রশাসন সাফ জানিয়েছে, ভ্যাকসিন ছাড়া পুরীতে ঢোকা যাবে না। হজমের সমস্যা, আথ্রাইটিসে ভুগছেন? সকালের চায়ে এই পাতাটি ফুটিয়ে নিন, মিলবে উপকার

ভ্যাকসিন ইস্যুতে কড়াকড়ির জেরে পুরীতে রেলস্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাসে আলাদা কাউন্টার খুলেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। শহরে ইতিমধ্যেই ১২ লক্ষ মাস্ক বিলির পদক্ষেপ করেছে প্রশাসন। শহরে কোনও যান মাস্ক ছাড়া বের হচ্ছে না। শহরের আনাচকানাচে দেখা গিয়েছে নাকা পোস্ট। ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে তবেই শহরে ঢোকা যাচ্ছে। এছাড়াও জগন্নাথদেবের রথে থাকা ৩০০ থেকে ৪০০ জন সেবায়েতের প্রত্যেকের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করে তবেই রথে ওঠার কথা বলা হয়েছে। এছাড়াও শহর জুড়ে রয়েছে করোনা পরীক্ষা কেন্দ্র।

 

বন্ধ করুন