বাংলা নিউজ > ঘরে বাইরে > ১৬ অগস্ট থেকে খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, দর্শনার্থীদের কী কী লাগবে?

১৬ অগস্ট থেকে খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, দর্শনার্থীদের কী কী লাগবে?

আগামী ২৩ অগস্ট থেকে সকল দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সপ্তাহে পাঁচদিন মন্দিরে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।

আগামী ২৩ অগস্ট থেকে সকল দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তবে তাঁদের করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র এবং নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। যে নেগেটিভ রিপোর্ট ৯৬ ঘণ্টার মধ্যে হতে হবে।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৬ অগস্ট (সোমবার) থেকে ২০ অগস্ট (শুক্রবার) পর্যন্ত মন্দির খোলা থাকবে। তবে ওই পাঁচদিন শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা ঢুকতে পারবেন। ২৩ অগস্ট থেকে শর্তসাপেক্ষে সকল দর্শনার্থীর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের মন্দিরে ঢুকতে পারবেন। শনিবার এবং রবিবার আমজনতার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে মন্দিরের প্রধান প্রশাসক কৃশান কুমার। 

তারইমধ্যে বুধবার ওড়িশার তরফে জানানো হয়েছে, ভিনরাজ্য থেকে যাঁরা ওড়িশায় আসছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র বা নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। এমনিতে ইতিমধ্যে ৩০ টি জেলার ২৭ টিতে করোনা বিধি শিথিল করে দেওয়া হয়েছে। তবে নতুন করে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় খুরদা, পুরী এবং কটক জেলায় সপ্তাহান্তে লকডাউন থাকবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ওড়িশায় ১,৩১৫ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ৬৬ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,১৬৮। মোট সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.০২ শতাংশ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা বিজয় মহাপাত্র জানান, সব জেলার মানুষ যাতে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করতে পারেন, সেজন্য ১৪ টি নয়া ল্যাবরেটরি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে করোনা পরীক্ষার জন্য মানুষকে বেশি দূরে যেতে হবে না। পাশাপাশি তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও পরীক্ষার সমস্যা হবে না বলে দাবি করেছেন স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা।

ঘরে বাইরে খবর

Latest News

২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.