করোনার আগের মতোই বিদেশ যাচ্ছে লোকে, বলছে কলকাতার পাসপোর্ট অফিস
Updated: 13 Dec 2022, 07:37 PM IST২০২১ সালের তুলনায় পাসপোর্টের আবেদন প্রায় ৫৮% বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে ফের পর্যটন, অফিস খুলে গিয়েছে। আর সেই কারণেই পাসপোর্টের আবেদন ফের আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। এমনটাই জানালেন আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক(কলকাতা) আশীষ মিদ্যা।
পরবর্তী ফটো গ্যালারি