জম্মু ও কাশ্মীরের খান মসজিদ গোজওয়ারায় ধর্ম অবমাননার ঘটনা প্রকাশ্যে এসেছে। এক ব্যক্তি কুরান শরিফ জলে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এরপরই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের নাম ইরশাদ আহমেদ মীর। তিনি শ্রীনগরের মালুরা এলাকার বাসিন্দা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, রাতভর অভিযানের পর ইরশাদ আহমেদ মীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, অভিযুক্ত মীর মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। নওহাট্টা থানায় মীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে মীরের গ্রেপ্তারির পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ শুক্রবার বুদগাম জেলায় একটি মানব পাচারকারী চক্রকে আটক করেছে পুলিশ। এর পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করে তাদের খপ্পর থেকে ১৪ জন নারীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলায় মানব পাচার সক্রিয় হওয়ার খবর পেয়েই ব্যবস্থা নেওয়া হয়। বুদগাম থানার একটি দল দুলিপোরা গ্রামে একটি জায়গায় অভিযান চালায়। এ সময় শামিম আহমেদ ভাটের বাড়ি ও তার আশেপাশের জায়গা থেকে ১৪ নারীকে (কিছু নাবালিকাসহ) উদ্ধার করা হয়। শামিম আহমেদসহ অন্য দুই অভিযুক্ত শাগুফতা ও আসমতকে গ্রেপ্তার করে পুলিশ।