বাংলা নিউজ > ঘরে বাইরে > রাফাল চুক্তিতে ভারতীয় সংস্থাকে ৯ কোটি টাকা 'উপহার', শুরু বিজেপি-কংগ্রেস কাজিয়া

রাফাল চুক্তিতে ভারতীয় সংস্থাকে ৯ কোটি টাকা 'উপহার', শুরু বিজেপি-কংগ্রেস কাজিয়া

ফাইল ছবি : রয়টার্স  (Reuters)

ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০১৮ সালে এই বিশেষ লেনদেন হয়। ফ্রান্সের দুর্নীতি দম শাখা দাসোর নথিতে এই গরমিল খুঁজে পায়।

রাফাল চুক্তির পর হিসাবে ভারতীয় সংস্থাকে 'উপহার'। মধ্যস্থতাকারী ভারতীয় সংস্থাকে ১.১ মিলিয়ন ইউরো ঘুষ দেয় সংস্থা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকা। ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট উঠেছে এমনই অভিযোগ। আর এই রিপোর্টের ভিত্তিতেই রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হল কংগ্রেস।

মিডিয়াপার্ট নামে এক ফরাসি সংবাদমাধ্যম তিন দফায় এই রিপোর্ট পেশ করে। সেখানে এর ভারতীয় সংস্থাকে মধ্যস্থতায় সাহায্য করায় বিপুল অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ। অর্থাত্ প্রভাব খাটিয়ে কোনও তৃতীয় ব্যক্তি বিপুল অঙ্কের এই চুক্তিতে ভারত সরকারকে রাজি করিয়েছে বলে অভিযোগ।

এর প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধী দলের নেতারা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার কথায়, দাসোর এই ১.১ মিলিয়ন ইউরো 'গিফট টু ক্লায়েন্টস' হিসাবে দেখানো হয়েছে সংস্থার নথিতে। এটা কী আসলে মধ্যস্থতা করার জন্য অন্য কোনও ব্যক্তিকে দেওয়া কমিশন? নয় তো, কোনও দেশের সরকারকে তো এভাবে কমিশন দেওয়া যায় না।

দুই দেশের সরকারের মধ্যে চুক্তিতে কী করে কোনও তৃতীয় ব্যক্তি থাকতে পারেন, তাই নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস মুখপাত্র। এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০১৮ সালে এই বিশেষ লেনদেন হয়। ফ্রান্সের দুর্নীতি দম শাখা দাসোর নথিতে এই গরমিল খুঁজে পায়। দেখা যায়, ক্রেতাকে দেওয়া উপহার হিসাবে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্ন করা হয় সংস্থাকে। রিপোর্ট অনুযায়ী এর কোনও সদুত্তর দিতে পারেনি সংস্থা।

তবে, এই অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রিপোর্টটির কোনও সত্যতা নেই বলে তিনি দাবি করেন। তাঁর ব্যাখ্যা, ফ্রান্সের আভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার ব্যবসায়িক শত্রুতার ফলে এমন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

রবিশঙ্কর বলেন, 'সুপ্রিম কোর্ট এর তদন্তের আর্জি খারিজ করেছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলও কোনও গরমিল খুঁজে পাননি। তাই এসব রিপোর্ট নিয়ে মাথা ঘামানোর কোনও প্রশ্নই আসে না।'

তিনি আরও বলেন, '২০১৯ লোকসভা নির্বাচনের আগেও কংগ্রেস এই ইস্যুতে অভিযোগ তুলেছিল। তারপর নির্বাচনে খুবই খারাপভাবে হেরেছিল।'

রাফাল চুক্তি অনুযায়ী ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত।

ঘরে বাইরে খবর

Latest News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কি হল? বললেন বিরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড!

Latest IPL News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কি হল? বললেন বিরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.