বাংলা নিউজ > ঘরে বাইরে > Raghuram Rajan on Indian Economy: ‘আগামী বছর...’, ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় কী বললেন রঘুরাম?

Raghuram Rajan on Indian Economy: ‘আগামী বছর...’, ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় কী বললেন রঘুরাম?

রাহুল গান্ধীর সঙ্গে প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। 

রঘুরাম রাজনের মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। রঘুরাম বলেন, ‘কোভিড সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা বৃদ্ধিতে সাহায্য করবে।’

বুধবারই রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলাতে দেখা গিয়েছিল আরবিআই প্রাক্তন গভর্নর রঘউরাম রাজনকে। পরে রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে রঘুরামের সঙ্গে ভারতীয় অর্থনীতি নিয়ে তাঁর আলাপচারিতার একটি ভিডিয়ো আপলোড করেন। সেখানে ভারতীয় অর্থনীতি নিয়ে নিজের মতমাত রাখতে শোনা যায় আরবিআই-এর প্রাক্তন গভর্নরকে। তাঁর মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। পাশাপাশি, আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতির সঙ্গে ভারতের তুলনা করেন রাজন। রঘুরাম বলেন, ‘কোভিড সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা বৃদ্ধিতে সাহায্য করবে।’

ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতার সময় রঘুরাম বলেন, ‘এই বছরের চেয়ে আরও কঠিন হতে চলেছে আগামী বছর। অবশ্যই, এই যুদ্ধ এবং অন্যান্য আরও বেশ কিছু কারণে অনেক অসুবিধা হয়েছিল। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর গতিতে চলেছে কারণ লোকেরা সুদের হারে বৃষ্টিপাত করছে যা বৃদ্ধিকে হ্রাস করে।’ রঘুরামের কথায়, আগামী বছর ভারতের প্রবৃদ্ধির হার যদি ৫ শতাংশও হয়, তাহলে আমরা ভাগ্যবান হব।

রঘুরাম বলেন, ‘ভারতের অর্থনীতিতে আঘাত হানতে চলেছে বৈশ্বিক অর্থনৈতিক হ্রাস। ভারতেও সুদের হার বেড়েছে। কিন্তু ভারতীয় রপ্তানি কিছুটা মন্থর হয়েছে। ভারতের মুদ্রাস্ফীতি সমস্যা আসলে পণ্য মূল্যস্ফীতি সমস্যা। এটি প্রবৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করতে চলেছে। আমরা ভাগ্যবান হব যদি আমরা পরের বছর ৫ শতাংশ বৃদ্ধি পাই। বৃদ্ধি সংক্রান্ত সংখ্যার সমস্যা হল যে আপনাকে বুঝতে হবে যে আপনি কীসের পরিমাপ করছেন। যদি গত বছর একটি ভয়ানক ত্রৈমাসিক থেকে থাকে, তাহলে আপনি তার তুলনায় পরিমাপ করছেন। সেই ক্ষেত্রে আপনার বৃদ্ধির হার খুব ভালো দেখাবে।’ রঘুরাম রাজনের অভিযোগ, অতিমারির আগেই ভারতের অর্থনীতি মন্থর হয়েছিল।

ঘরে বাইরে খবর

Latest News

‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.