বাংলা নিউজ > ঘরে বাইরে > পঞ্জাবের পথেই রাজস্থান? সচিন পাইলটের সঙ্গে কথা বললেন রাহুল, প্রিয়ঙ্কা

পঞ্জাবের পথেই রাজস্থান? সচিন পাইলটের সঙ্গে কথা বললেন রাহুল, প্রিয়ঙ্কা

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে কথা বললেন সচিন পাইলট(ফাইল ছবি) (HT photo) (HT_PRINT)

গেহলট ঘনিষ্ঠ এক নেতৃত্বের দাবি, পঞ্জাবে যেটা হয়েছে সেটা রাজস্থানে হবে না। এখানকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। তবে ৫ই অক্টোবরের পর ক্যাবিনেটে কিছু রদবদল হতে পারে।

রাজস্থানের নেতৃত্ব নিয়ে বিরোধ মেটাতে হস্তক্ষেপ রাহুল, প্রিয়ঙ্কার।গত ১৭ই সেপ্টেম্বর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট আলাদাভাবে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। শুক্রবার রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী কথা বললেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্জাবের মতোই রাজস্থানে এবার বিশেষ পদক্ষেপ নিতে পারেন রাহুল, প্রিয়ঙ্কা।

 

কংগ্রেস নেতৃত্বর মতে, ইতিমধ্যে রাজস্থানে স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মার সঙ্গেও দেখা করেছেন রাহুল গান্ধী। তিনি আবার বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ। এদিকে সূত্রের খবর কয়েক ঘণ্টা ধরে সচিনের সঙ্গে আলোচনা করেন রাহুল, প্রিয়ঙ্কা। তবে কংগ্রেসের এক অভিজ্ঞ নেতৃত্ব জানিয়েছেন, গুজরাটে দলের ইন চার্জ হিসাব সচিন পাইলটকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। তা নিয়েও কথা হয়েছে এদিন। এতে সচিন পাইলট রাজি আছেন। পাশাপাশি রাজস্থানে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতি চেয়েছেন তিনি। পাশাপাশি সচিন ঘনিষ্ঠদের সঙ্গে মন্ত্রিসভায় যুক্ত করার ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে। 

 

তবে গেহলট ঘনিষ্ঠ এক নেতৃত্বের দাবি, পঞ্জাবে যেটা হয়েছে সেটা রাজস্থানে হবে না। এখানকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। তবে ৫ই অক্টোবরের পর ক্যাবিনেটে কিছু রদবদল হতে পারে। এটা দীর্ঘদিন ধরেই বকেয়া থেকে গিয়েছে। এদিকে রাজস্থানে অশোক গেহলট ও সচিন পাইলটের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠাণ্ডাযুদ্ধ চলছে। সেক্ষেত্রে এবার ক্ষমতার রাশ কার হাতে থাকে সেদিকেই তাকিয়ে রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। 

তবে গেহলট ঘনিষ্ঠ এক নেতৃত্বের দাবি, পঞ্জাবে যেটা হয়েছে সেটা রাজস্থানে হবে না। এখানকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। তবে ৫ই অক্টোবরের পর ক্যাবিনেটে কিছু রদবদল হতে পারে। এটা দীর্ঘদিন ধরেই বকেয়া থেকে গিয়েছে। এদিকে রাজস্থানে অশোক গেহলট ও সচিন পাইলটের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠাণ্ডাযুদ্ধ চলছে। সেক্ষেত্রে এবার ক্ষমতার রাশ কার হাতে থাকে সেদিকেই তাকিয়ে রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। 

|#+|

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন