লোকসভায় সংবিধান ইস্যুতে আলোচনায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। সাভরকরকে টেনে এনে রাহুল বলেন, 'সাভরকর দাবি করতেন, ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছু নেই।' এই আবহে লোকসভার বিরোধী দলনেতা বিজেপিকে আক্রমণ শানিয়ে দাবি করেন, বিজেপি যখন সংসদে সংবিধান রক্ষার কথা বলে, তখন তারা সাভারকারকে উপহাস করছেন। (আরও পড়ুন: ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া বাংলাদেশে গেল ১৮০ টন ভারতীয় পেঁয়াজ!)
আরও পড়ুন: আরজি কর মামলার রায়ে বিলম্ব কেন? সন্দীপ-অভিজিতের জামিনের পর বিস্ফোরক কুণাল ঘোষ
আরও পড়ুন: 'ভারতের উপর কুনজর দিলে হাত-পা, কোমর ভেঙে দেব', বাংলাদেশকে হুমকি ফুরফুরার পীরজাদার
আজ সংসদে সংবিধান নিয়ে আলোচনার শুরুতেই ভিডি সাভরকরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাহুল গান্ধী। লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, 'আমি আমার বক্তৃতা শুরু করতে চাই, ভারতের সংবিধান সম্পর্কে সুপ্রিম লিডারের কথা দিয়ে... বিজেপির নয়... আরএসএস-এর... তিনি কীভাবে ভারতকে চালানো উচিত বলে মনে করতেন, তা উদ্ধৃত করতে চাই আমি - 'ভারতের সংবিধান সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হল এতে ভারতীয় কোনও কিছু নেই। মনুস্মৃতি হল সেই ধর্মগ্রন্থ যা আমাদের হিন্দু জাতির জন্য সবচেয়ে বেশি পূজনীয় এবং যা আমাদের সংস্কৃতি, রীতিনীতি, চিন্তাভাবনা এবং অনুশীলনের ভিত্তি হয়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমাদের জাতির আধ্যাত্মিক এবং ঐশ্বরিক অগ্রযাত্রাকে সংহিতাবদ্ধ করেছে, এই মনুস্মৃতি আইন।' এগুলো সাভারকারের কথা...' (আরও পড়ুন: 'ভারতের সাথে সুসম্পর্ক চাই',জয়শংকরের বক্তৃতার পর বললেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা)
আরও পড়ুন: লাউডস্পিকার বাজিয়ে নিময় ভঙ্গের অভিযোগ, সম্ভলের মসজিদের ইমামকে ২ লাখ জরিমানা
আরও পড়ুন: বাংলাদেশ দখলের ছক কষা হচ্ছে? বিস্ফোরক ওপার বাংলা, ইসকন নিয়ে গুরুতর অভিযোগ
রাহুল গান্ধী এরপর বলেন, 'সাভারকর তাঁর লেখায় স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সংবিধানে ভারতীয় কিছু নেই। তিনি স্পষ্টভাবে বলেছেন, যে বইটি ভারতকে চালায় সেটির দ্বারা সংবিধান বাতিল করা উচিত। এই নিয়েই লড়াই।' এরপর তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, 'আমি আপনাকে (শাসক পক্ষ) জিজ্ঞেস করতে চাই, আপনি কি আপনার নেতার কথায় অটল? আপনি কি আপনার নেতার কথা সমর্থন করেন? কারণ আপনি যখন সংসদে সংবিধান রক্ষার কথা বলেন, তখন আপনি সাভারকারকে উপহাস করছেন। আপনি সাভারকারকে গালি দিচ্ছেন, আপনি সাভারকারকে অপমান করছেন।' (আরও পড়ুন: লাদাখের ডেপস্যাঙে কি সব প্যাট্রোলিং পয়েন্টেই টহল দিতে পারবে ভারতীয় সেনা?)
আরও পড়ুন: OpenAI-এর 'পর্দা ফাঁস' করা ভারতীয় বংশোদ্ভূতের রহস্যমৃত্যু ক্যালিফোর্নিয়ায়
রাহুল এরপর বলেন, 'আমার শেষ কয়েকটি বক্তৃতায়, আমি 'অভয় মুদ্রা', নির্ভীকতা, সত্য এবং অহিংসার ধারণার কথা বলেছিলাম এবং 'অভয়া মুদ্রা' প্রদর্শন করে আমাদের বিভিন্ন ধর্মের ছবি দেখিয়েছিলাম। লোকেরা ভারতের সংবিধানকে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলে। কিন্তু সংবিধানে আমাদের জাতির একটি দর্শনের ধারণার একটি ধারা রয়েছে, আমাদের জাতির একটি কেন্দ্রীয় দার্শনিক ধারণা রয়েছে।'