বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কাশ্মীরে পদযাত্রা করুন, যদি…'অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ রাহুলের

'কাশ্মীরে পদযাত্রা করুন, যদি…'অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী(ANI Photo) (Imran Nissar)

কাশ্মীরে প্রায় ৩৫ মিনিট ধরে মিডিয়ার সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, যখন আমি জম্মুতে গিয়েছিলাম, আমি জম্মু, লাদাখ ও কাশ্মীরের মানুষের সঙ্গে দেখা করেছি। কিন্তু কেউ খুশি নন। সেটাই প্রথম কথা। গোটা দেশের মতোই এখানকার একটা বড় ইস্যু বেকারত্ব, সুযোগের অভাব ও দুর্নীতি।

আশিক হুসেন

১৩৫দিনের ভারত জোড়়ো যাত্রা একেবারে শেষ প্রান্তে এসে গিয়েছে। রবিবার কাশ্মীরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে কেউ খুশি নন। অন্যদিকে জম্মু থেকে লালচক পর্যন্ত যাত্রা করার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি(অমিত শাহ) যদি মনে করেন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিস্থিতি ঠিকঠাক রয়েছে তবে তিনি সেখানে যাত্রা করতে পারেন।

রাহুল গান্ধী বলেন, বিজেপি ও আরএসএসের ঘৃণার বিরুদ্ধে এই ভারত জোড়়ো যাত্রা ভালোবাসা ও ভ্রাতৃত্বের একটি বিকল্প পথ দেখিয়েছে।

কাশ্মীরে প্রায় ৩৫ মিনিট ধরে মিডিয়ার সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, যখন আমি জম্মুতে গিয়েছিলাম, আমি জম্মু, লাদাখ ও কাশ্মীরের মানুষের সঙ্গে দেখা করেছি। কিন্তু কেউ খুশি নন। সেটাই প্রথম কথা। গোটা দেশের মতোই এখানকার একটা বড় ইস্যু বেকারত্ব, সুযোগের অভাব ও দুর্নীতি। তিনি বলেন, এমন একজনের সঙ্গেও আমার দেখা হল না যিনি সুখী রয়েছেন।

রাহুল বলেন, অত্যন্ত শক্তিশালী একটা আবেগ কাজ করছে। আমি খোলা মন নিয়ে কাশ্মীরে এসেছি। সকলের পাশে থাকতে চাই আমি। এখানে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।এদিকে কাশ্মীরের জন্য যে প্রতিশ্রুতি ছিল সেটা কেন পালন করা হয়নি সেই প্রসঙ্গে অবশ্য যেতে চাননি রাহুল।

তিনি বলেন, কোনও টার্গেট কিলিংয়ের ব্যাপার নেই। বোমা বিস্ফোরণের ব্যাপার নেই। বিজেপির লোকজন জম্মু থেকে লাল চক পর্যন্ত কেন যাত্রা করছেন না। যদি পরিস্থিতি ঠিক থাকে তবে জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত কেন পদযাত্রা করছেন না অমিত শাহ? গণতান্ত্রিক পদ্ধতিকে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী।

তিনি বলেন, সমস্ত রাজ্যেই বিধানসভা আছে। গণতান্ত্রিক ব্যবস্থাও রয়েছে। লাদাখ ও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। যা চলছে তাতে লাদাখের লোকজনও খুশি নন। তিনি বলেন, এটা ভারত জোড়ো যাত্রা। সেখানে আমরা হেঁটেছি।এটা একটা বিকল্প দিশা দেখিয়েছে। তিনি বলেন, জীবনের দুটি পথ রয়েছে। একটি হল সকলকে ঐক্যবদ্ধ করা। অপরটি হল সকলকে দাবিয়ে রাখা। তিনি বলেন, আরএসএস বিজেপি দেশের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে নষ্ট করে দিতে চাইছে। সংসদ, বিধানসভা, বিচারব্যবস্থা, মিডিয়া সর্বক্ষেত্রে এই সমস্যা তৈরি হচ্ছে।

 

পরবর্তী খবর

Latest News

নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’ 'খালি যৌন হেনস্থা নয়, থ্রেট কালচারও...' টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অরুণিমার গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা 'সারাক্ষণ মহিলাদের বুক,পেট,পাছা নিয়ে মন্তব্য করে যায়…', কুণালকে পালটা স্বস্তিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.