বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi detained: রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করল দিল্লি পুলিশ, দিল্লিতে তুঙ্গে রাজনৈতিক পারদ

Rahul Gandhi detained: রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করল দিল্লি পুলিশ, দিল্লিতে তুঙ্গে রাজনৈতিক পারদ

রাহুল গান্ধী আটক. (ANI Photo) (ANI)

রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদ এদিন আটক হয়েছেন। রাহুল সেখানে উপস্থিত সংবাদিকদেক উদ্দেশে বলেন, ‘ দেশ পুলিশ স্টেট, আর মোদী হচ্ছেন রাজা। ’

এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সামনে এদিন হাজিরা দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। চলেছে ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁর জেরা। তারই প্রতিবাদে রাজধানীর পারদ চড়িয়ে রাস্তায় বসে ধরনায় যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা তথা সনিয়া পুত্র রাহুল গান্ধী। ধরনায় যোগ দেন কংগ্রেসের প্রথম সারির বহু নেতারাই। তাঁকে সেখান থেকে আটক করে দিল্লি পুলিশ।

রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদ এদিন আটক হয়েছেন। রাহুল, সেখানে উপস্থিত সংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ দেশ পুলিশ স্টেট, আর মোদী হচ্ছেন রাজা। ’ উল্লেখ্য, এদিন সংসদভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধরনায় যোগ দেন রাহুল। ছিলেন কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা। তখনই তাঁদের বিজয় চকের সামনে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের বাসে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে বলেন, ‘আমরা পুলিশের দেওয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এই সমস্ত কিছুই মোদী ও শাহের ষড়যন্ত্র বিরোধীদের কণ্ঠ রোধের জন্য।’ Video: রাষ্ট্রপতির পদে ঐতিহ্য মেনে দায়িত্বগ্রহণ দ্রৌপদী মুর্মুর

এদিকে, সনিয়া গান্ধী সদ্য উঠেছেব কোভিড থেকে সেরে। তারপর তাঁর জেরা চলে ইজির তরফে। এরপর নতুন করে ২৬ জুলাই সনিয়াকে ফের ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় জেরার জন্য। সেই মতো এদিন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ইডির দফতরে যান সনিয়া। ইডির দফতরে মায়ের সঙ্গে থেকে যান প্রিয়াঙ্কা। ছেলে রাহুল খানিক বাদেই বেরিয়ে আসেন। তারপরই এই প্রতিবাদে সামিল হন।

বন্ধ করুন