প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিগত তিন বছরেরও বেশি সময় ধরে ভারত ও চিনা সেনার মধ্যে উত্তেজনা বজায় রয়েছ। এরই মাঝে অভিযোগ উঠেছে লাদাখে 'সলামি স্লাইসিং'-এর মাধ্যমে বহু এলাকা দখল করেছে চিন। অরুণাচলেও এই একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিরোধী কংগ্রেসের। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, অরুণাচলে ভারতীয় ভূখণ্ডে গ্রাম তৈরি করে ফেলেছে চিন। এই আবহে এবার সীমান্ত সমস্যা নিয়ে বিলেতের মাটিতে মখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লন্ডনে রাহুল অভিযোগ করলেন, ইউক্রেনে রাশিয়া যা করছে, লাদাখ ও অরুণাচলেও চিব সেটাই করছে। পাশাপাশি তিনি কেন্দ্রের বিদেশ নীতিকে প্রশ্নের মুখে ফেলে দেন। (আরও পড়ুন: 'আমাদের সংসদে মাইক বন্ধ করে দেওয়া হয়', ব্রিটিশ সাংসদদের বললেন রাহুল গান্ধী)
কয়েকদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে চিনের পরিস্থিতি নিয়ে খুব একটা 'জ্ঞান' নেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের। এবার বিলেতের মাটিতে দাঁড়িয়ে ভারত সরকারের বিদেশ নীতিকেই প্রশ্নের মুখে ঠেলে দিলেন কংগ্রেস সাংসদ। রাহুল অভিযোগ করেন, লাদাখ ও অরুণাচল নিয়ে নিজের উদ্বেগের কথা তিনি জয়শংকরকে জানিয়েছিলেন। তবে রাহুলের এই উদ্বেগকে নাকি 'উড়িয়ে দিয়েছিলেন' বিদেশমন্ত্রী। রাহুল বলেন, 'আমার দৃষ্টিতে, লাদাখ এবং অরুণাচলপ্রদেশে চিনা যেভাবে সেনা মোতায়েন করে রেখেছে, তার পিছনের মূল ধারণাটি হল ইউক্রেনের পুরনাবৃত্তি ঘটানো। আমি বিদেশমন্ত্রীর (এস জয়শংকর) কাছে এটি উল্লেখ করেছিলাম। কিন্তু তিনি আমার সাথে সম্পূর্ণ একমত নন এবং তিনি মনে করেন এটি একটি হাস্যকর ধারণা।'
এদিকে বিলেতে দাঁড়িয়ে 'বন্ধু রাষ্ট্র' রাশিয়াকে নিয়েও মুখ খোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'ইউক্রেনে যে ঘটনাটা ঘটেছে, তা হল রাশিয়া ইউক্রেনকে বলেছে যে আমরা ইউরোপ এবং আমেরিকার সাথে তোমাদের সম্পর্ক মেনে নিতে পারছি না। তোমরা (ইউক্রেন) যদি এই সম্পর্ক পরিবর্তন না করো তবে তোমাদের আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করব।' কংগ্রেস নেতা আরও বলেন, 'আমি মনে করি, আমার দেশের সীমান্তেও এটাই হচ্ছে। চিন চায় না যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি। তাই তারা আমাদের হুমকি দিচ্ছে। তারা বলছে, ভারত যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়, তাহলে বেজিং পদক্ষেপ করবে। সেজন্য তারা লাদাখ ও অরুণাচলপ্রদেশে সৈন্য মোতায়েন করে রেখেছে।'