Video: 'আদানি.. আাদানি.. আদানি..', মোদীর সঙ্গে শিল্পপতির 'সম্পর্ক' নিয়ে বহু প্রশ্ন রাহুলের
Updated: 07 Feb 2023, 10:06 PM ISTসংসদের বাজেট অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের নিরিখে বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই সময়ই তিনি ধনকুবের শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে টার্গেট করেন নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির কী 'সম্পর্ক' রয়েছে? এই প্রশ্নকে উস্কে দিয়ে নিজের বক্তব্য রাখেন রাহুল। রাহুল বলেন,'সম্পর্ক শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী'। এরপরই রাহুলের তোপ 'আসল ম্যাজিক তো শুরু হল যখন প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে এলেন দিল্লিতে।' এছাড়াও মুম্বই বিমানবন্দর ঘিরে আদানি প্রসঙ্গে বক্তব্য রাখেন রাহুল। মুহূর্তে বিরোধীদের বিরোধিতা উঠে আসে।